শান্তিরক্ষী পাঠিয়ে বাংলাদেশ এ পর্যন্ত ১০৯ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৬১৯ দশমিক ৯০ ডলার এবং বিভিন্ন ইকুইপমেন্ট পাঠিয়ে ৪৫ কোটি ৭২ লাখ সাত হাজার ২৫৬ দশমিক ৪০ ডলার আয় করেছে। জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালনকারী পর্যবেক্ষকদের আয় এই হিসাবের বাইরে। মিলিটারি কন্টিনজেন্টগুলোর অন্যান্য বেতন ও ভাতা সরাসরি সরকারের কাছে পাঠানো হয়েছে। সরকারই তা শান্তিরক্ষীদের মধ্যে বিতরণ করেছে। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ সেনাবাহিনী ট্রুপস ও ইকুইপমেন্ট খরচ হিসেবে ১১ হাজার ২৯৫ দশমিক ৯১ মিলিয়ন ডলার পেয়েছে। তবে সেনাবাহিনীর ক্রয় (প্রকিউরমেন্ট) বাজেটের মাত্র ২১.৫৫ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার ৩০০ মিলিয়ন টাকা ওভারসিস অপারেশন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ধন্যবা সংগৃহিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।