কাছাকাছি৯৬ আজকাল
রাত নামলে বুকের ভেতর কেবল
পাড় ভাঙার শব্দ শুনি ।
নিজেকে খুব ভয় লাগে ।
আজকাল আয়নার
সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারি না
। বড্ড অপরিচিত লাগে নিজেকে ।
যেন এই আমির সাথে আমার আমির
কোন কালেই দেখা হয়নি ।
এই
আমি আর আমার আমির
মাঝে যে অনেক বেশি তফাত্ ।
এই
আমিটা হাসতে জানে আর আমার
আমিটা বাঁচতে জানত । এই
আমিটার আত্নবিশ্বাসের বড়
অভাব আর আমার আমিটার ছিল বিশ্ব
জয়ের সাহস । এই আমিটা আমার
আমির ঘাতক সেজেছে ।
জীবন থেকে চলে গেছে কত
বছর ।
কত কিছু করার কথা ছিল,
কত কিছু
করা হয় নি, কত কিছু
করা হবে না । জীবনের অংক
কষলে হয়ত ব্যার্থতার পাল্লাই
ভারী হবে । তাই আজ আর সেই
হিসাব নাই করলাম । কেবল সকল আশা, আকাক্ষা, কামনা, বাসনার
উর্ধ্বে কেবল একটাই
প্রার্থনা করি, আমার আমিকে যেন
আমি আবার ফিরে পাই । যেই
আমিটা হারিয়ে গেছে অথবা
মারা গেছে ।
কিছু পিছুটান পিছু ছাড়ছে না তাই
আমারও
পালিয়ে যাওয়া হয়ে উঠছে না ।
তবে হারিয়ে যাওয়াটা খুব
জরুরি । আমার
আমিকে ফিরিয়ে আনার জন্যই
আমাকে হারাতে হবে । জরুরি
ভিত্তিতে খুব
তাড়াতাড়ি. . . . .
লিখেছেন আর.এস.এম
"তীর্থ" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।