আমাদের কথা খুঁজে নিন

   

এই জাহেলগুলিরে জ্ঞান দেন আল্লাহ, পথ দেখান..

মতপ্রকাশের স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই বলা নয়। ইয়া মাবুদ! আপনের দুনিয়ায় এও দেখতে হয়?? এই জাহেলগুলারেও নাকি "আলেম" ডাকা হয়?! আলেম হইলো যার উপযুক্ত "ইলম" (জ্ঞান) আছে। যেই মূর্খরা এই বিপর্যয়ের দিনেও "সময় নাই গময় নাই, বাবু একটা টিকেট চাই" স্টাইলে মহাসমাবেশ করে সেই কাণ্ডজ্ঞানহীন জাহেলগুলার যে কিসের ইলম(জ্ঞান) আছে তা কিন্তু খুব পরিস্কার! "বিপদে নাকি মানুষের পরিচয়।" এই দূর্যোগেও যারা নিজেদের ধান্দাবাজি ছাড়ে নাই, তাদের পরিচয় জাতি পেয়ে গেছে। রাসুলুল্লাহ (সাঃ) উনার উপর নির্যাতনকারী কাফের বুড়ির অসুখের সময় নিজে গিয়ে খোঁজ নিছেন। দূরে দাঁড়ায় অভিশাপ দেন নাই, গজব গজব বলেন নাই। হে মূর্খেরা, জাহেলিয়াতের পথ ছেড়ে রাসুলুল্লাহ (সাঃ) এর দেখানো পথে এসো... মাইকে গলা ফাটাইয়া গজবের কলের গান বাজানি বন্ধ করে আর্তমানবতার সেবায় এগিয়ে এসো, সেবা করতেও যদি অপারগ হও তো আপাতত এই বিপদের দিনে দেশে বিশৃঙ্খলা করো না। মনে রেখ, নিশ্চয়ই আল্লাহ ফিতনাকারীদের পছন্দ করেন না। পোস্টের শানে নযুল বুঝতে হইলে এইখানে দেখে আসেনঃ Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।