আমি সত্য জানতে চাই
গাছ মানব কল্যাণে প্রকৃতির আসাধারণ নিয়ামত। সৃষ্টিকর্তা মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার উপযোগী করে বিভিন্ন ধরণের গাছ উপহার দিয়ে তার মহানূভবতার প্রমাণ দিয়েছেন।
রসনা তৃপ্ত করতে গাছ, রোগ ব্যাধি উপশমে গাছ, প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষা করতে গাছ, আশ্রয়নে
কোথায় নাই গাছের ব্যবহার। এত কিছুর পরেও আমরা গাছের গুরুত্ব না দিয়ে নির্বিচারে নিধন করছি প্রকৃতির এই পরম বন্ধুকে। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতিদিন দেড় লাখ গাছ কাটা হচ্ছে।
এর বিপরীতে রোপণ করা হচ্ছে মাত্র ৩০ হাজার। এ বৈষম্য দূর করা না হলে একদিন এ দেশে গাছগাছালি খুঁজে পাওয়া যাবে না। একটি দেশের নিয়ামক হচ্ছে সমুদ্র, নদী, পাহাড়, জলাশয়। এগুলো রক্ষা করা না হলে মানুষের বাঁচার আর পথ থাকবে না।
এ বার্তা সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যক শিক্ষিত ও সচেতন মানুষের।
জলবাযু পরিবর্তনের ফলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সুশিক্ষা ও সচেতনতাই পারে এ থেকে দেশকে বাঁচাতে।
তাই আসুন সৃস্টিকর্তার আশির্বাদ প্রকৃতির এই পরম বন্ধুকে নির্বিচারে নিধন না করে গাছকে সুরক্ষিত করি। তা নাহলে প্রকৃতির রোষাণলে পরে বিপর্যয় ঘটবে আমাদের পরিবেশ, বিপন্ন হবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।