আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কথা রাখে নি

ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি কেউ কথা রাখে নি না সুনীল না হুমায়ুন, কাটিয়েছি কত শত দিন ঘুমহীন নেশাময় রজনী করে নিজের দেহ-মনকে তাঁদের বইয়ের পাতায় পাতায় সমর্পণ; তীব্র জ্যোৎস্নার মাতাল হাওয়ায় ঘুরেছি পথে, পাহারে-বনে নিঝুম অরণ্যের নিরবতার পানে ঘুম ভেঙ্গে যায় পাখির গানে, নদীর স্রোতে ভেলায় চড়ে পারি দিয়েছি বহু দূরে। কিংবা দূরের গাছের ছায়ায় ভোরের শিশিরের অবুঝ মায়ায়, আমি আটকে আছি, আটকে আছি আটকে আছি তাঁদের বইয়ের পাতায়। মুক্তি খুঁজি মুক্তি খুঁজি তাঁদের বইয়ের পাতা হতে তাঁদের বইয়ের পাতা গুলো দেয় না মুক্তি এই আমাকে... চাইনি কিছু এই জীবনে তাঁদের লিখার পাতা ছাড়া, কেন তাঁরা গেলেন চলে রেখে আমায় ছন্নছাড়া? কেউ কথা রাখে নি না সুনীল না হুমায়ুন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।