আমাদের কথা খুঁজে নিন

   

“এইচ ডি ৪০৩০৭” বাসযোগ্য নতুন গ্রহ

পৃথিবীর জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে কি অদূর ভবিষ্যতে আমাদেরকে এই গ্রহ থেকে নতুন কোন গ্রহে ঘর বাঁধতে হবে?? হয়তোবা উত্তর হ্যাঁ। সেটা যাই হোক না কেন বিজ্ঞানীরা কিন্তু ঠিকই নতুন গ্রহ সন্ধানে মরিয়া। আর এজন্য বিশ্বের সেরা সেরা জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে খোঁজ করছে বাসযোগ্য নতুন গ্রহ। মঙ্গলে আমাদের অভিজান আজ নয়। এখনও আমাদের অভিযান অব্যাহত আছে।

সম্প্রতি পাঠানো কিউরিওসিটি অনেক নির্ভরযোগ্য তথ্য প্রেরণ করছে যা আমাদেরকে ভাবায় আমরা মঙ্গল গ্রহে বাস করতে পারব। আর কিউরসিটির অভিযান চলতে না চলতে নতুন বাসযোগ্য গ্রহের সন্ধান দিয়ে চমক সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা। আর সম্প্রতি আবিষ্কৃত এই গ্রহের নাম এইচ ডি ৪০৩০৭ (HD 40307)। পৃথিবী থেকে ৪২ আলোকবর্ষ দূরে এই গ্রহে পানি থাকার সম্ভাবনা খুজে পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এই তারকা আমাদের চেনা সূর্য থেকে অনেকটা ছোট।

এর পূর্বে অবশ্য বিজ্ঞানীরা এমন তিনটি নতুন গ্রহ আবিষ্কার করেছিল যা আমাদের পৃথিবী থেক ওনেক বেশি ভর সম্পন্ন। ইউরোপিয়ান পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের ৩.৬ মিটার টেলিস্কোপ সাহায্যে চিলির লা সিলা থেকে এই গ্রহের অভিকর্ষ পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা । অবশ্য এখানেই শেষ নয়। এই নতুন আবিষ্কৃত গ্রহ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক উৎসাহ দেখা গেছে। হয়তোবা এটিই সত্য হবে এবং কোন একদিন আমরা নতুন এই গ্রহে বাস করতে পারবো।

সুত্রঃ সায়েন্টিফিক আমেরিকান, ফক্স নিউজ, ওভার ক্লক.নেট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।