আমাদের কথা খুঁজে নিন

   

হার নিয়ে দুশ্চিন্তা নেই মেসির

সততাই শক্তি। ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেলটিকের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়নি বার্সেলোনার। এ নিয়ে বার্সা-ভক্তদের মনে হতাশা জন্ম নিলেও লিওনেল মেসি কিন্তু নির্বিকার। টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, “আমরা এখনও গ্রুপের শীর্ষে আছি এবং নিশ্চিন্তেও আছি। আমি মনে করি আমরা সব কিছু ভালোভাবে করেছি, গোলের সুযোগও তৈরি করেছি।

শুধু বলটাই জালে পাঠাতে পারিনি। ” ভালো খেলার পরেও এই হারের ব্যাখ্যায় মেসি বলেন, “ওরা রক্ষণাত্মক ফুটবল নিয়েই সন্তুষ্ট ছিল। অপেক্ষায় ছিল পাল্টা আক্রমণ কিংবা কর্নার বা ফ্রিকিক থেকে সুযোগ তৈরি করার। এভাবেই ওদের গোল দুটো হয়েছে। ” সেলটিকের কাছে হার এ মৌসুমে বার্সেলোনার মাত্র দ্বিতীয়।

গত অগাস্টে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ার পর তারা আর হারের তেতো স্বাদ পায়নি। সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।