আমার স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ অনেক দিন ধরে একটা জিনিস শেয়ার করব করব করে করতে পারিনা। আজ সময় নিয়ে লিখতে বসলাম।
আমরা সবাই ছোট বেলায় 1 to 10 ধারাপাত পরেছি......কিন্তু অনেকেই জানিনা 1 কেন এমন হয় 2 কেন এমন হয়।
প্রথমে আসি শূন্য এর ব্যপারে............০ টা আসলে কি? এই প্রশ্নের উত্তরে অনেকে বলেন শূন্য হল অনেক শক্তি শালী একটা সংখ্যা হেন তেন এগুলো...আসলে শূন্য হল কোন কিছুর সুরু। যেমন আমরা বলি " শূন্য থেকে শুরু"" এর আবিষ্কারক কিন্তু বাঙ্গালী নাম আর্যভট্ট ।
এখন বলি আসল কথা। ইংরেজী ধারাপাত এর ফন্ট টা হল এরাবিক। ভাবতে অবাক লাগে নাম ইংরেজী আর কাম আরবের.........
আর সংখ্যা গুলোর গঠন কিন্তু এমনি এমনি এই রকম হয়নি......সবকিছু হয়েছে জ্যামিতিক চিন্তা ভাবনা নিয়ে........
এই 1 টা দেখে মনে হয় এর ভিতরে কোন জ্যামিতি আছে????? একটু খেয়াল করে দেখুন এতে একটা কোন (angle) আছে কিনা................................................................................................................................................................................................................................................ পেয়েছেন??????? তার মানে হল সব গুলোর ই কোন আছে????? ...............উত্তর টা হল আছে। আমি একে একে সব দেখাচ্ছি।
এই হল 2 এতে কোন আছে দুটি তাই এর নাম টু।
এটা হল 3. খেয়াল করুন তিন টা কোন আছে।
একে একে সবগুলো দেখালাম আর 9 টা বাকি থাকবে কেন
9 এ কোন প্রকার কোন নেই কারন এটাতে বোঝানো হয়েছে ১০ থেকে ১ কম.....................
আজ এইটুকুই আবার আসব হয়ত অন্য কিছু নিয়ে ..................ততদিন ভালো থাকবেন......আর ভালো লাগলে বেশী বেশী করে কমেন্ট আর লাইক দিবেন...। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।