আমাদের কথা খুঁজে নিন

   

চার পায়ে দৌড়

১ রাতের অন্ধকার কেটে আমি দৌড়াচ্ছি চার পা'য়ে; তুমি দিব্বি বসে আছ শালিকের বেশে। অথচ- পাকস্থলিতে শোনা যাচ্ছে ডানা ঝাপটানোর শব্দ। ২ রাত খুব বেশি হয়নি- মধ্যরাত পেরিয়েছে একঘন্টা আগে; গোটা শহর হাতড়ে একটাও খাবার দোকার খোলা পেলাম না। অবশেষে বনরুটির বুকে মায়োনেজ আর সালাদই অমৃত হল। ৩ সরু ব্রীজ পেরুতে একবারও তোমার পা টলেনি; হাতের মুঠোয় হাত খোঁজনি, বুক কাঁপেনি আলোর খোজে। এই যদি হয় শহুরে জীবন, ঢের ভাল ভাই গ্রাম্য আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।