আমাদের কথা খুঁজে নিন

   

শেষ লেখা:শেষ পোস্ট:অঞ্জলি

অঞ্জলি আপনি লিখেচেন, এটাই আমার শেষ লেখা আর বুঝি হবে না দেখা। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলুম সামুতে.....। আজ আমি বড় একা:কেউ নেই আমার সাথে...। জানিনা কিসের অভিমানে আপনি সামু ছেড়ে যাচ্ছেন ? আপনি কাজী নজরুল ইসলামের কবিতার কয়েকটি লাইন লিখেছেন ,কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে,শক্তি দিয়েছে বিজয়লক্ষী নারী। সেই প্রেরনা দায়ী বিজয়লক্ষী নারীকে কি এত সহজে ভেঙ্গে পড়লে চলবে ? আমরা আপনাকে চলে যেতে দেব না ।

ব্লগার আবুশিথি ভাই যথার্থই বলেছেন , জানি শুধু সামুর সাথেই তোমার ভালোবাসার মাখামাখি ছিলোনা, ছিল আমাদের সাথেও কিন্ত আজ কোন ব্যাথায় প্রচণ্ড অভিমানে তুমি বলছো চলে যাবে সামু এবং আমাদের ছেরে ? তাহলে এই ভার্চুয়াল সম্পর্ক শুধু ভার্চুয়ালই এর নাই কোন মানি ? এই বাধন এতোই ঠুনকো ? না না না আমারা তোমাকে চলে যেতে দেবো না। তুমি যেয়ো না। তাহলে সামু আর ভাল লাগবেনা। প্লিজ তোমার অভিমান ভুলে সিদ্ধান্ত পরিবর্তন করো। তাছাড়া অপূর্ন বলেছেন: অন্তত আমাদের জন্য হলেও থেকে যান . প্লিজ মেহেরুন বলেছেন: কোথায় যাচ্ছ আপুনি?? যেও না অচিন.... বলেছেন: chole gele to porajito hoben.... chole jaben kno? Thakun... আমিনুর রহমান বলেছেন: আমি অফিস থেকে বের হয়ে মোবাইল তোমার পোষ্টটি দেখলাম।

পরে মনটা ভীষণ খারাপ হল। আমি ও সামু থেকে গত মাসে চলে গিয়েছিলাম কিন্তু আবার ফিরে এসেছি। গত ৫ বছরের সামুর জীবনে আমি এত একটিভ কখনই ছিলাম। ফিরে এসে দেখলাম ভুল করিনি। তোমাদের মত কতগুলো ছোট ভাই-বোন পেলাম বন্ধুরূপে।

আমরা কি একটু মায়ায় বাঁধতে পারিনি তোমাকে যে আমাদের জন্য ফিরে আসা যাবে না। আমার কমেন্টস এর উত্তর আর তোমার ফিরে আসার পোষ্ট চাই। নাইলে কিন্তু খবর আছে গিয়াসলিটন(এই অধম ) বলেছেন: জীবন এখানেই শেষ নয় , হেরে যাওয়া মানেও সবকিছু শেষ হয়ে যাওয়া নয় ,আমাদের কথা বাদ দিলাম, আপনার মনটা ভালো থাকার জন্য হলেও আপনার সামুতে থাকা উচিৎ । আপনার মনে আছে কিনা জানিনা, আমি আপনাকে বলেছিলাম ,'' আপনার মনের আশা পূর্ণ হোক যদি তা আপনার জন্য কল্যাণকর হয় । '' আমার বিশ্বাস আপনার মনের আশাটি আপনার জন্য কল্যাণকর ছিল না ।

আপনি সামু ছেড়ে চলে গেলে আমার রজনী , ওশানকে আশীর্বাদ করবে কে ? !! !!! !!!! ধুর ! মনটাই খারাপ করে দিলেন । পরিশেষে বলছি এতজনের ভালবাসা নিংড়ানো অনুরোধ উপেক্ষা করে আপনি যাবেন না । আমিনুর রহমান ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে আবারো বলছি , আমরা কি একটু মায়ায় বাঁধতে পারিনি আপনাকে যে আমাদের জন্য ফিরে আসা যাবে না। আমাদের কমেন্টস এর উত্তর আর আপ্নার ফিরে আসার পোষ্ট চাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।