আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে ওবামা

emotional fool বর্তমান বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর পদে দ্বিতীয়বার আজ লড়াই করছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। কিন্তু তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা বাইরের মানুষ তেমন জানে না। এখানে তেমন কিছু তথ্য তুলে ধরা হলো: প্রেসিডেন্ট বারাক ওবামার নেশা ‘স্পাইডার ম্যান’ সিরিজ, বারবি বা পুতুল কমিক্‌স ‘কোনান’ সংগ্রহ করা। হাই স্কুলে পড়ার সময় তিনি বাস্কেটবলে খুব দক্ষ ছিলেন।

তাই সবাই তাকে চিনতো “ও’বোম্বার” হিসেবে। সোয়াহিলিতে তার নামের অর্থ- তিনি সেই ব্যক্তি যিনি হাসিখুশি থাকেন। তার স্মৃতিকথা ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও ভার্সনের জন্য ২০০৬ সালে গ্র্যামি পুরস্কার জেতেন। ওবামা বাঁহাতি। তিনি এ বৈশিষ্ট্যে যুদ্ধপরবর্তী ষষ্ঠ প্রেসিডেন্ট।

বক্সার মোহাম্মদ আলীর অটোগ্রাফ সংবলিত এক সেট লাল বক্সিং গ্লোবের মালিক তিনি। কৈশোরে তিনি বাসকিন-রবিন্স নামের আইসক্রিমের দোকানে কাজ করেছেন। যখন ইন্দোনেশিয়ায় ছিলেন তখন কুকুরের মাংস, সাপের মাংস ও ঘাসফড়িং রোস্ট করে খেয়েছেন। প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে তিনি মিশেল ওবামাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূমপান ছেড়ে দেবেন। ইন্দোনেশিয়ায় থাকাকালে তিনি একটি বানর পুষতেন।

সিনেট অফিসে তার ডেস্কটি এক সময় ব্যবহার করতেন রবার্ট কেনেডি। তিনি হার্ভার্ডে পড়ার সময় কৃষ্ণাঙ্গদের একটি পিন-আপ ক্যালেন্ডারে পোজ দেয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কমিটির সব নারীদের বিরোধিতায় তা বাতিল হয়ে যায়। ওবামা ও মিশেল শিকাগোর সাউথ সাইডে ২০০৫ সালের জুনে ১৬ লাখ ৫০ হাজার ডলারে একটি বাড়ি কিনেছেন। এতে আছে চারটি ফায়ারপ্লেস।

ওবামার আছে ১১ সাইজের একই রকমের চার জোড়া কালো জুতা। শিকাগোর নরসুন্দর জারিফ প্রতি সপ্তাহে তার চুল কেটে দেন। এর বিনিময়ে তিনি পান ২১ ডলার। তার আদর্শ মার্টিন লুথার কিং জুনিয়র, মোহনদাস গান্ধী, পাবলো পিকাসো ও জন কোলট্রান। বারাক ওবামার প্রথম বইটি নিজের মেয়েদের উৎসর্গ করেছেন।

এর নাম ‘অব দ্য সিং- এ লেটার টু মাই ডটারস’। সূত্র : মানবজমিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।