স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়ে বাঁচি । কবিতা আবৃত্তির জন্য
বিল্ডিংটা ষোল তলা ।
বহুদুরের গ্রাম থেকে
বেশ কিছু লোক এসেছিল ।
তারাই এটার বহু যত্নে ,
ছবি থেকে আজকের
সুন্দর এই কাঠামো দিয়েছে ।
বহু দিনের বহু পরিশ্রমের
প্রাপ্ত ফসল এটি ।
তাদের মনের সৌন্দর্য্য দিয়ে
এই বিশাল বাড়িটা তৈরি ।
বাড়িটার প্রতি ইট কাঠ পাথরে
প্রতিটি কণায় লেখা আছে -
তাদের রক্ত পানি করা
কঠোর শ্রমের কথা ।
কিন্তু এরা ছোট লোক
অথচ সমস্ত বড় কাজ-
এদের দ্বারাই হয় ।
ওই যে বড় লোকেরা
বড় দালানে থাকে,
ওরা কাজ জানে না,
ভোগ করতে জানে-
জানে রক্ত চুষতে ।
বিল্ডিংটা যেখান থেকে শুরু
ওটাকে গ্রাউন্ড ফ্লোর বলে,
ছোটলোকদের কারো কারো
ঠাঁই হয় ওইখানে ।
আবার সেই -
সযত্নে যা সৃষ্টি করেছে
তাকেই এবার রক্ষা করা ।
এরাই দারোয়ান -কেয়ারটেকার ।
এভাবেই চলে যায় !
একদল দিয়ে দিয়ে নিঃস্ব -
হচ্ছে দানবীর !
আরেকদল নিতে নিতে বিভোর -
ভুলে গেছে ঋণের কথা !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।