আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার দুই দেশনেত্রী হাসিনা এবং খালেদারে কইতাছি , আইন্নেরা আমেরিকার ইলেকশন দেইখা কিছু শিক্ষা নিয়া রাখেন

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই । আমেরিকার নির্বাচন দেইখা খুবই ভাল লাগছে । তাদের মধ্যে কোন কাঁদা ছোড়া ছোড়ি হয়নাই এইটা দেইখা একটুও মজা পাইনাই । রাজনীতীর আদর্শ হইলো বাংলাদেশ । এইখানে নির্বাচনে হাইরাও কেউ হারে না ।

শুধু জয়লাভ করলেই নির্বাচিত । হাসিনা এবং খালেদার কাছে রিকোয়েস্ট আপনেরা আপনাদের আদর্শের রাজনীতি বন্ধ করেন । আপনাদের আদর্শের চাপে আমরা দেশবাসী প্রেগনেন্ট হয়ে যাচ্ছি ,দয়া করে আদর্শের চাপাচাপি বন্ধ করেন । নিজ দেশের স্বার্থটাই রাজনীতিতে প্রাধান্য পায় । কিন্তু আপনারা নিজের স্বার্থটাকেই বাংলাদেশের রাজনীতিতে প্রাধান্য দেন ।

দয়া করে আপনারা দেশের জন্য রাজনীতি করেন,নিজের জন্য না । আমেরিকার নির্বাচন শেষ হতে না হতেই দুই বিরুধীদল একে অপরকে অভিবাদন জানিয়েছে , এইটা আপনাদের ও শিখা উচিৎ । দেশের স্বার্থে দুই নেত্রীকেই ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে নিজের দেশের উন্নতির জন্য স্বার্থহীনভাবে কাজ করা উচিৎ। দয়া করে আপনারা কাঁদা ছোড়াছোড়ির রাজনীতি বন্ধ করেন , আমরা আমাদের বাংলাদেশে কাঁদা ছোড়াছোড়ীর রাজনীতি চাই না । :@ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।