তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____
রমনি
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিবন্দন জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি।
ভোটের প্রাথমিক ফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো ওবামার নিশ্চিত বিজয়ের খবর দেয়ার পর স্ত্রী অ্যান ও রানিং মেট পল রায়ানকে সঙ্গে নিয়ে বোস্টনে নিজের নির্বাচনী দপ্তরে উপস্থিত হন রমনি।
আবেগ আপ্লুত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি এই মাত্র প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোন করে তাকে অভিনন্দন জানিয়েছি।
পরাজয় স্বীকার করে নিলেও রমনিকে এ সময় শান্ত ও ধীর স্থির দেখাচ্ছিল। তিনি বলেন, কঠিন এই সময়ে আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা আমেরিকানদের সঠিক পথেই নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন তিনি।
রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ানকে ধন্যবাদ জানিয়ে রমনি বলেন, স্ত্রীর পর রায়ানই হচ্ছেন তার বেছে নেয়া সবচেয়ে ‘সঠিক ব্যক্তি’।
“অ্যানও দারুণ একজন ফার্স্ট লেডি হতে পারত”, স্ত্রীর প্রশংসায় বলেন এই রিপাবলিকান নেতা।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামা পেয়েছেন ৩০৩ ইলেকটোরাল ভোট। রমনি পিছিয়ে থাকছেন প্রায় ১০০ ভোটের ব্যবধানে, তিনি পেয়েছেন ২০৩ ভোট।
নিজের সমর্থক ও নির্বাচনী কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি রমনি বলেন, “আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি।
বিশেষ করে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও তাদের মেয়েদের জন্য আমার শুভকামনা রইল। ”
এর আগে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা ভোটারদের উদ্দেশে বলেন, “এ বিজয় কেবল ভাগ্যের জোরে নয়, এটি কোনো দুর্ঘটনাও নয়। আপনারাই এ জয়ের নায়ক। ”
“আপনারা ইটের পর ইট গেঁথে এই বিজয় সাজিয়েছেন। পাঁচ ও ১০ ডলারের এই প্রচারণার সত্যিকার বিজয়ী এই আপনারা।
এ কাজ যখন কঠিন হয়েছে তখন আরো প্ররিশ্রম করেছেন। ”
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগামী মেয়াদে তিনি এই জনসমর্থনকে যথাযথ সম্মান দেখাবেন বলেও উল্লেখ করেন ওবামা।
সুত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।