“জামায়াত এ ইসলাম বাংলাদেশ” একেধারে নিন্দিত এবং নন্দিত অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের। গনতন্ত্রের বিবর্তন এব্বং পরিবর্ধনের ধারায় এই দলটি হয়ে উঠেছে জনপ্রিয় ক্রমশও সেকথা অস্বীকার করার কোনও জো নেই। এদের জন্ম যেভাবেই হোক না কেন তাদের সমর্থন এই দেশে ছিল এবং আছে ।
এখন সোজা কিছু প্রশ্নের সোজা কিছু উত্তর খোজা জরুরি। আমাদের জনসাধারনের মধ্যে এখন একটি জামাত বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেটার প্রধান কারন হল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এদের অবস্থান এবং জঙ্গিবাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ।
সুতরাং আমি এবং বাংলাদেশের অন্তত সত্তর ভাগ মানুষ যারা স্বাধীনতা যুদ্ধ এবং জঙ্গিবাদ সম্পর্কে সচেতন তারা কোন কথা চিন্তা না করেই দেশের স্বার্থে এই দলটি নিষিদ্ধ করার পক্ষে মত দিবে । আমি শতাংশের হিসেবে বেশী ধরলাম কেননা আমার বিশ্বাস বি এন পি আওয়ামীলীগ দুই দলের সমর্থকই এই স্বাধীনতা এবং জঙ্গিবাদ এর বিষয়ে সচেতন। এবং এরই ফলস্রুতিতে ওই যুদ্ধঅপরাধিরা আইনের কাঠগরায় এবং জঙ্গিবাদ আজ বাংলার বুক থেকে প্রায় নিশ্চিহ্নই বলা চলে ।
তাহলে প্রশ্ন হল কেন এই দল নিষিদ্ধ না করে তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে সরকার ?
গত দুই দিন দেখলাম সাজানো গছানো অনেক কথা বিভিন্ন চ্যানেলে। যে নানা রকম পরিকল্পনার ছিল নাশকতার , বোমাবাজি , আগুন দেয়া ইত্যাদি ।
এছাড়া সোসিয়াল মিডিয়াগুলিতে দেখা যাচ্ছে না কথা বার্তা আসলে এগুলি এখন আর মানুষের মাথার উপর দিয়ে যায় না , সবাই বুঝে আপনার লক্ষ্য কি , বা আপনি কি উদ্দেস্য নিয়ে মাঠে নেমেছেন । এটি কোনভাবেই কোন সভ্য গণতান্ত্রিক দেশে মানা যায়না যে কোন রাজনৈতিক দলের উপর এভাবে হামলা হচ্ছে । আসলেই বিরল ।
আগে আমার বিভিন্ন পোস্টে আমি জোরের সাথে উল্লেখ করেছি এই দল বাতিল করার জন্য এবং আমার যেই চিন্তা সে থেকে আমি বুঝি এদের নামও যাতে এই দেশে না উচ্চারিত হয় । এতে বেশ উত্তেজিত হয়েছিলেন অনেকেই আমার উপর সেটা মুখ্য বিষয় নয় তবে আমি যেটা বুঝি সেটা আবারো বলি এই এই দল উৎখাত করতে হলে অবশ্যই সেটা হতে হবে পরিস্কার উপায়ে , এরকম অত্যাচার এবং নিপিরনের মধ্যে দিয়ে নয় ।
হ্যা কথা উঠতে পারে যে গণতান্ত্রিক দেশে এই ভাবে আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারিনা । তাহলে কি এই ভাবে ওই একই রাজনিতিক দলের উপরে আক্রমন , প্রতিহিংসামুলক এবং হিংসামুলক আচরণ করা গনতান্ত্রিক ? অবশ্যই না ।
শেষ করার আগে আমি আবারো বলতে চাই যতক্ষণ আইনের শাসনের কথা আমরা বলবো কিন্তু আইন মানব না আর যতক্ষণ গনতন্ত্রের কথা বলবো আবার অগণতান্ত্রিক আচরণ করব ততক্ষন এই দেশে আইন ও গনতন্ত্র কোনটাই প্রতিষ্ঠা পাবে না ।
ধিক্কার সকল অগণতান্ত্রিক পরিকল্পনাকারীকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।