আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। আমাদের ঘর-বারান্দা ভাঙা জানালায় জ্যোৎস্না-সোপান। নড়বড়ে খিল কপাট নাচায় পোষা-পায়রার চুটকি উড়ান। আমাদের হোঁচট খাওয়া জিনে-পাওয়া,সুখ-চৌকাঠ। সবুজ-সুর নাচিয়ে ফেরে ফসল-ভরা মাঠ। আমাদের আঙুল-ভাঙা পেরেকগুলো বিছানায় সিঁধিয়ে থাকা ডাইনী-ধূলো, টালির চালে আকাশ ছোঁয়া স্বপ্ন যেন। মালির মতই গাছের যতন ফুল-ছোঁয়ানো অরুপ রতন জায়নামাজে গান গেয়ে যায়,অশ্রু হেন। *
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।