আমাদের কথা খুঁজে নিন

   

রোগ নিয়ে দেরী

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে গতকাল এক পেশেন্ট এলো জ্বর এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস নিয়ে। চেস্ট অস্কালটেট করে পেলাম প্যানসিস্টোলিক মারমার প্রমিনেন্ট ইন লেফ্‌ট স্টারনাল বর্ডার। রোগীকে বললাম আপনার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে। এটা কনফার্ম করার জন্য একটা ইকো করা দরকার। রোগী বলল স্যার আমি ইকো করিয়েছি।

বললাম ইকোর রিপোর্ট সহ দেখা করেন। আজ রোগী রিপোর্ট নিয়ে এল। দুই বছর আগের ইকোঃ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট উইথ লেফ্‌ট টু রাইট শান্ট। রোগীকে জিজ্ঞেস করলাম দুই বছর হলো আপনি জানেন আপনার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে। আপনি রিপেয়ার করে নিচ্ছেন না কেন? রোগী জিজ্ঞেস করল স্যার বেশী খারাপ হয়ে গেছে? বললাম এখনো বেশী খারাপ হয় নি, যেহেতু মারমার প্রমিনেন্ট।

কিন্তু মারমার কমে আসতে থাকলেই বিপদ। আপনি যদি দেরী করেন, পালমোনারী হাইপারটেনশন ডেভেলপ করে রাইট টু লেফ্‌ট শান্ট হয়ে গেলে তখন আর কিছুই করার থাকবেনা। কাজেই রিপয়ার করে ফেলাটাই আপনার জন্য নিরাপদ। রোগী হৃদরোগ ইনস্টিটিউটের ঠিকানা নিয়ে চলে গেল। যাওয়ার আগে বলল আগের ডাক্তার বলেছিল জন্ম থেকেই এটা নিয়ে আছেন খুব বেশী আর কি অসুবিধা হবে।

তাই আমি চকিৎসা করাইনি। খারাপ লাগলো একজন ডাক্তারের কথায় যেটা রোগীকে মিসগাইড করলো। ডাক্তারদের নিঃশ্চয় রোগীর সাথে হেয়ালীপূর্ণ কথা না বলাটাই উচিৎ। তবে এটাও ঠিক সবাই এরকম নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।