আমাদের কথা খুঁজে নিন

   

ম্যুভিয়ানা'র অর্ধ-যুগ পূর্তি এবং ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১২’

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ আগামী ১০ নভেম্বর ২০১২, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠার অর্ধ-যুগ পূর্তি করতে যাচ্ছে। ২০০৬ সালের ১০ নভেম্বর ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র-সংস্কৃতির চলচ্চিত্র শিক্ষা, চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র প্রদর্শন ও বিতরণের সামগ্রিক উন্নতি এবং চর্চার লক্ষ্যে কাজ করতে শুরু করে। বিগত ছয়টি বছর ধারাবাহিকভাবে সে লক্ষ্য পূরণের যাত্রা অব্যাহত ছিল এবং আগামীতেও থাকবে বলে আমরা আশাবাদী। অর্ধ-যুগ পূর্তি এবং ৭ম বর্ষে পথচলার এই ক্ষণে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি নতুন কিছু কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আমরা এ বছর থেকে চলচ্চিত্রকার এবং দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমানকে স্মরণ করে তাঁর নামে একটি স্মারক বক্তৃতা প্রবর্তন করতে যাচ্ছি এবং তা প্রতিবছর একবার করে অনুষ্ঠিত হবে।

এছাড়াও অর্ধ-যুগ পূর্তি উপলক্ষে এ বছর সিলেটে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে এবং এই উৎসব প্রতিবছর নিয়মিত নভেম্বর মাসে সিলেটে অনুষ্ঠিত হবে। এবারের উৎসব হবে শিশু-কিশোরদের জন্য ‘সায়েন্স ফিকশন এবং অ্যানিমেটেড চলচ্চিত্র উৎসব ২০১২’। চারদিনব্যাপি এই উৎসব ১৩ নভেম্বর শুরু হয়ে ১৬ নভেম্বর পর্যন্ত সিলেট অডিটোরিয়ামে চলবে। ঢাকায় আগামী ৯ নভেম্বর ২০১২, শুক্রবার, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১২’ অনুষ্ঠিত হবে। এবারের বক্তৃতার বিষয় ‘বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি: চলচ্চিত্র পাঠের পুনর্পাঠ’।

এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের, শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ, চলচ্চিত্রকর্মী ও শিক্ষক জুনায়েদ আহমেদ হালিম এবং চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির অর্ধ-যুগ পূর্তি এবং ৭ম বর্ষে পথচলা ও ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১২’ অনুষ্ঠানে আপনি স-বান্ধব আমন্ত্রিত। তারিখ: ৯ নভেম্বর ২০১২, শুক্রবার সময়: সন্ধ্যা ৬টা স্থান: সেমিনার কক্ষ (লিফটের ছয়), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।