আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে ফেরা হলো না তুষারের

ভালো কিছু করতে চাই কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | তারিখ: ০৬-১১-২০১২ মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিল ছোট্ট তুষার। ছুটি শেষে মনভরা আনন্দ নিয়ে ফিরছিল ঢাকার কেরানীগঞ্জে। কিন্তু খেয়ানৌকায় পার হতে গিয়ে সবার সব আনন্দ মাটি করে নদীতে ডুবে গেছে সে। আজ মঙ্গলবার ভোরে ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় বছরের তুষারকে উদ্ধারের চেষ্টা চলছিল।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, আজ ভোর ছয়টার দিকে ঢাকার সদরঘাটে পটুয়াখালী রুটের যাত্রীবাহী এমভি দ্বীপরাজ-২ লঞ্চের ধাক্কায় খেয়ানৌকাটি যাত্রীসহ ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও তুষার নদীতে ডুবে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তুষারের বাবা সেলিম মিয়ার ভাষ্য, বরিশালের বাউফল উপজেলার সাবুপুড়া গ্রামে ঈদ করে ঢাকায় ফিরেছেন তাঁরা। পরে নৌকায় করে দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানী খেয়াঘাটে যাওয়ার সময় লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটে।

খেয়াঘাট এলাকায় তাঁরা ভাড়াবাসায় থাকেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খাতুন এই দুর্ঘটনা ও তুষারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।