আমার জগত শুধুই তোমার রাত ১০ টা ৩০ , ৬ ই জুন ২০০৯ ফোনে তুমি আর আমি , তুমি খুলনাতে তোমার পরীক্ষা চলছে , আর আমি তোমার পানে খুলনা যাচ্ছি কেবল মানিকগঞ্জ পার হলাম রাতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে , মনটা কেমন ছল ছল করছে, তুমি আমাকে বললে হ্যালো , আর কতদুর কখন তোমাকে দেখব , তুমি আস সোনা আমি ঃ এইত আমি আসছি ,এইত তুমি দেখো আমি তোমার কাছে মিয়াওঃ কই তুমি আমিঃ এই তো বাবু আমি আমাদের বিয়ের গাড়ী নিয়ে আসছি হা হা হা হা হা তুমি হাসিতে ফেটে পড়তে , তার পর এক বৃষ্টির দিন ৭ ই জুন আমি তোমার কাছে পৌছালাম গুড়ি গুড়ি বৃষ্টি দুপুর ৩ টা আমি গাড়ী তে বসে আছি মনটা কেমন যেন ঢড়াস ঢড়াস করছে , জীবনের প্রথম কোন মেয়েকে আমার মনের আয়না দিয়ে দেখা ,প্রেম, জীবন এক দিক আর তুমি এক দিক এদিকে খুলনাতে ক্যান্টনের সামনে তুমি আমাকে আস্তে বললে কই তুমি মিয়াও কই তুমি কই জান আর ত তর সয় না সখি আমার জীবনের আলো আমার সোনাটিয়া আমার পরনে খইরি এক্টা শার্ট নীচে কাল প্যান্ট , এদিকে তুমি আসলে একটা রিকশায় আমি তোমাকে দেখে মনে মনে ভাবলাম হায়রে , আমার জান যদি এরকম হয় ভাল হবে তখনো আমি জানতাম না এটা তুমি, তুমি রিকশা থেকে নেমে আমাকে ফোন দিলে কই তুমি দীপ তোমার মিয়াও ত ক্যান্টনের সামনে , তারপর আমি গাড়ী থেকে নাম্লাম আমার পা তখনো ভাবতে পারিনি আমার জান আমার সোনাটীয়া এজে মিয়াও আমার শুধুই আমার মিয়াও ্্্্্্ মিয়াউ , মাথা নিচু করে তোমার কাছে গেলাম , লজ্জা আমার পা থেকে মাথা মনে মনে আমি তোমাকে নিয়ে নীলের বুকে হারিয়ে গেছি, হি হি এরপর ক্যান্টনে ঢুকলাম কিন্তু হায় আজ বন্ধ , তারপর খুলনা ইউনি , তুমি তোমার কমলা সালয়ার কামিজ আর তোমার সেই পাগল করা গন্ধ , তোমার চুল খোলা ছিল, বাবু মনে পড়ে তুমি কিন্তু আগে আমার মুখ নয় অন্ন কিছু দেখেছিলে তারপর তোমাকে চীরতরে আমার মন আমার জান আর আমার হৃদয় কে তোমার মাঝে দিয়ে আসলাম মনে পড়ে বাবু তোমার দিকে রিকশায় আমি হা করে চেয়ে ছিলাম প্রথম কোন নারীর হাত স্পর্শ করলাম , নরম , জান বাবু তুমি যখন রিকশায় ঝাকি খাচ্ছিলে আমি তোমার চুলের গন্ধ শুকছিলাম হি হি , আর তোমার চোখ্্্ ও ভগবান আমি ত তোমার কথা কিছুই শুনছিলাম না, হি হি \ জান বাবু আমি অনেক অনেক কিছুই জীবনে পেয়েছি তুমি ছিলে আমার প্রথম নারী আমার প্রথম ভালবাসা আর সবশেষে আমার স্ত্রী আমার জান আমার স্ত্রী স্ত্রী আমার অরধাঙ্গি তারপর আমাকে রেখে তুমি আজ আমার দিকে তাকিয়ে হাসছ না???????? মানে কি তাইনা???? মানে আজ আমি আবার যাচ্ছি সেই খুলনা সেই ৭ ই জুন ২০১৩ জানি তুমি নেই কিন্ত তুমি আমি আমি তুমি দুজনেই রব জানি চীরকাল চীরদিন ই তুমি যে আকাশেই থাক না কেন আমি জানি তুমি আমাকে দেখছ তাই সেই সময় কে আবার একবার ভালবাসতে আবার তোমাকে অনুভব করতে আমি কাল যাচ্ছি খুলনা খুলনা ছ তাই অফিস থেকে ছুট মনে হচ্চে সেই ২০০৯ , এই ত জান এই ত বাবু আমি আসছি আমার মিয়াও আমার সঞ্চিতা র কাছে , তোমার ই দীপ শুধু তোমাকেই মিয়াও আমার সঞ্চিতা তারপর .।.।.।.।.।.।.।.। অনেক কথা ্ চলবে বি দ্র ঃ যে আকাশেই থাক না কেন বাবু আমি জানি তুমি আমার স্ত্রী আর ৭ জন্ম থাকবে তাই , আজ রাত সেই রাত, আমি আসছি সোনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।