আমাদের কথা খুঁজে নিন

   

এখন অক্সিজেন,গ্যাসমাস্ক আর হেভী উদ্ধারকারী যন্ত্রপাতি দরকার সাভারে

যে যেভাবে পারেন অক্সিজেন,গ্যাসমাস্ক আর হেভী উদ্ধারকারী যন্ত্রপাতি (ওরিয়ন গ্রুপের যেমন আছে) পাঠান। রেডক্রিসেন্ট হেড অফিসেও পাঠাতে পারেন। দ্রুত। সময়গুলো ফুরিয়ে আসছে। "ইন্ডিপেন্ডেট টিভির খবর অনুযায়ী, ধ্বসে পড়া ভবনের নিচে কয়েকশত 'জীবিত' মানুষের সন্ধান পাওয়া গেছে।

আমার ধারণা,রাতের মধ্যে উদ্ধার করা গেলে, তারা শেষমেষ 'জীবিতই থাকবেন। এখনই যা যা দরকার ১. আলো ২. অক্সিজেন ৩. হেলমেট ৪. উদ্ধার তৎপরতা ৫. তাদের উদ্ধার করার পর দ্রুত চিকিৎসা। যার যা কিছু আছে, তাই নিয়ে এখনই ঝাপিয়ে পড়ার সময় বলে -আমি মনে করছি। ফায়ার সার্ভিসের সমন্বয়কারী মেজর জিহাদ জানিয়েছেন - বড় অক্সিজেন সিলিন্ডার আনতে পারলে পাইপ দিয়ে ভিতরে দেয়া যেত। আটকা পড়া জীবিতদের সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য খুব সহায়ক হতো।

বড় হাসপাতালগুলোতে এধরনের সিলিন্ডার থাকে। যারা এ ধরনের রিসোর্স মবিলাইজ করতে পারবে, খবরটা তাদের কাছে পৌঁছে দিন। গণমাধ্যমের বন্ধুরা - দয়াকরে এই বিষয়ে একটা স্ক্রল দিন। " ------কুশাল ভৌমিক। "গতকাল বস কে বললাম বস আপনি তো রানা প্লাজায় উদ্ধারে অনেক সাহায্য করতে পারেন ইচ্ছা করলেই...।

বলল কিভাবে??? বললাম টাকা পয়সা দিয়ে ??? বস বলিলেন দেখি চিন্তা করে। আমি বললাম দেখেছেন বস কেমন আমাদের উদ্ধার কারী দল তাদের কাছে স্লাব কাটার ও নাই। । উনি বলিলেন চিন্তার বিষয়...। বললাম কোন ভাবে কি জোগাড় করা যায় না... কিনে হলেও ...।

বস বললেন আমি জানিনা... পাওয়া গেলে তো ভালোই হত!!!! সাত সকালে বসের ফোন... স্পীচ থেরাপিষ্ট সাহেব আপনি কোথায়... আমি ২ টা স্লাব কাটার জোগাড় করেছি। । ওগুলো এখুনি রানা প্লাজায় পাঠানোর ব্যাবস্থা করুন... আপনি সাভারের মানুষ আপনি ভাল বুঝবেন ... বললাম ওকে বস দেখছি...। কিছুক্ষনের ভিতরে ২ জন অভিজ্ঞ অপারেটর আর ১ জন মিস্ত্রী সহ ওগুলো রানা প্লাজায় পৌছে যায়। তারা কাজ করে চলেছে।

। বেশ কয়েকজন কে জীবিত উদ্ধার ও করেছে। । যদিও আমরা তাদের মাস্ক ছাড়া পাঠানই তাদের লাশের গন্ধে কাজ করা কঠিন হয়ে পড়েছে...। তারা যেন আরও ভালভাবে কাজ করতে পারে সে কামনায় করছি...... ......।

। " --স্পীচ থেরাপিস্ট সুমন "বিশেষ বিজ্ঞপ্তিঃ (দ্রুত শেয়ার করে কাজে নামুন) ওরিয়ন গ্রুপ এর হাতে উপর থেকে উদ্ধার কাজ চালানোর মত(উপর থেকে ছাদ উঠানোর) মতো হেভী যন্ত্রপাতি আছে। তারা যাত্রাবাড়ী ফ্লাইওভার এর কাজ করছে। রানা প্লাজায় উদ্ধার কাজে মানবিক সাহায্য চেয়ে -ওদের মেইল ও ফোন করুন প্লিজ : E-mail: Tel: +88.02.8870133, ­+88.02.8870134 দয়া করে মানবিক স্বার্থে এটি ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক সাইটে প্রচার করুন"- রাহাত হোসেন পল্লব ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।