বউ কহিলেন,পতি আমার
তুমি আজ আর নাই আমার।
আমাকে ছাড়িয়া তুমি,
হয়েছ সামু'র কামার !
আমি কহিলাম,
না গো বউ
সামু হলো মোর
স্বপ্নের ঘোর।
বউ বলিলেন ছাড়িয়া নিশ্বাস,
তোমার উপর আমার নাইকো বিশ্বাস ।
দিবা-রাত্রি পাও যখনি
বসে যাও সেই তখনি।
সংসার ধর্ম লাটে তুলে
তুলে নেও লেপু কোলে।
পার করিলাম অর্ধ দশক
বুঝিলাম না তোমার মনের কথক।
আমি কহিলাম বুক ফুলে
তুমি ছাড়া মোর নাই কূলে।
জীবনে আছে মোর শুধু একখান
সেটাই হলে তুমি বউ খান।
৬ই নভেম্বর ১৯৯৭ সাল
মনে হয় যেন এইতো সেকাল
হাটিপাটি করে, করেছি পার
মনে হয়নি,একটিও বার
আমি হইলাম সেই রাজা
আর তুমি হইলা রাণী
মিনিট ঘন্টা পেরিয়ে আজ
আমরা বুড়া-বুড়ি।
গলায় গলায় পারি দিতে চাই
জীবন নৌকায় চড়ে,
এজন্য মুই দোয়া চাই
সকলের কুর্ণিশ তরে।
আছে মোর একটি সন্তান
নেইকো মোর কোন পিছু টান ।
থাকলে সবার দোয়ার তলে
নীড় হবে মোর শান্তিতে ভরে ।
শিখা যদি বউ হয়,
আগুন হইলাম আমি ।
মিম হইল একমাত্র
আমাদের প্রাণ,
সকলেই তা জানি ।
শেষ করি তাই এই বলে
দোয়া করবেন ভাই মন খুলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।