আমাদের কথা খুঁজে নিন

   

বাহ! মানবতা সেলাম তোমায়

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। মানবতার রূপ সমুদ্রের জোয়ার ভাটার মতই উঠা নামা করে আজকের বিশ্বে, কখনো দেখা যায় মানবতার রুপ যৌবনে ম্লান হয়ে যায় ভরা জোসনার আলো, কোথাও কোথাও পৌছে যায় মৃত্যুর দুয়ারে। মানবতার উচ্ছল যৌবনের জোয়ার দেখতে পাই ইন্দোনেশিয়ায় পূর্ব তিমুরে, দক্ষিন সুদানে, মানবতার রুপের ঝলক লক্ষ্য করলে পৃথিবীর বুকে এমন অনেক পূর্ব তিমুর এর দেখা মিলে। ফিলিস্তিন, কাশ্মীর,চেচনিয়া,ঝিংঝিয়ান,রাখাই সহ আরো নাম না জানা জায়গা গুলোতে আসলেই মানবতা কেন যেন হারিয়ে ফেলে তার রুপ যৌবন, অসহায় নির্যাতিত লাঠি ভর দেয়া থুরথুরে বৃদ্ধার রুপে। দাম্ভিক, অত্যাচারী ও নিষ্ঠুরদের দুয়ারে মানবতা লাঠিয়ালের ভূমিকা নিয়ে অসহায়ের পিঠে আছড়ে পড়ে ওহ শব্দটিও যদি বের হয় তবে নির্যাতিত অসহায়ের দল হয়ে যায় সন্ত্রাসী। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে মানুষ ভদ্র হয়না হয় পোষাকে-আষাকে বাহ্যিক ভদ্র এই জ্বলন্ত সত্য পৃথিবীর বুকে বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে বহুবার প্রকাশ পেয়েছে। ক্ষমতা আর টাকার জোরেও আজকাল ডিগ্রি কেনা-বেচা হয় এই কথাও ধ্রব সত্য, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সেখানে দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রেই অত্যাচারীর ভূমিকায় যাদের দেখতে পাই তারা বেশির ভাগই ছিল শিক্ষিত পোষাকে-আষাকে বাহ্যিক ভদ্র। আজকের পৃথিবীর বুকে লক্ষ্য করলে আমরা দেখি মানবতার কথা বলে যে সব রাষ্ট্র মূখে খৈ ফোঁটায় তাদের হাতেই বেশি অসহায় মানুষের রক্ত, আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। আনন্দ হাসির মাঝে কেটে যাচ্ছে সময়, ব্যস্ত জীবন থেকে একটু অবসরে সবাই মেতে উঠেছে উৎসবে পরিবার পরিজনের সাথে ভাগা-ভাগি করে নিচ্ছে আনন্দ, দেখুনতো লক্ষ্য করে আপনার ছোট ছোট সন্তানরা আজ কতইনা উচ্ছল প্রকাশ করছে, বাঁধ ভাঙ্গা আনন্দের জোয়ারে ভাসছে কচি কচি মন গুলো, আপনার চোখে মুখে তৃপ্তির আভা, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সাগর-রুনির ছোট্র মেঘের কথা? এই ছোট্র শিশুটির কি মনে স্বাদ জাগেনা এই উৎসবের দিনে বাবার কোলে চড়ে ঘুরে বেড়ানোর ইচ্ছে? এই ছোট্র শিশুটির কি অপরাধ ছিল এভাবে কেড়ে নেয়া হলো তার মা-বাবাকে? একটি বারের জন্য কল্পনা করুনতো ফেলানীর পরিবারের কথা, তাদের আনন্দ, হাসি কান্না হয়ে আজও কি ঝুলে নেই ঐ কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশে? একটি বারের জন্যও কি মনে পড়ে শেয়ার বাজারের ৩৩লক্ষ বিনিয়োগ কারী অসহায় মানুষ গুলোর ছোট্র শিশুর মুখ? কিংবা বিডিআর বিদ্রোহে নিহত কোন নিরিহ সিপাহীর অবুঝ শিশুটির কথা? মনে কি পড়ে পঙ্গু অসহায় লিমনের পরিবারের কথা? আজ মনের অজান্তেই কেন যেন প্রচন্ড ইচ্ছে করছে চৌরাস্তার মোড়ে দাড়িয়ে চিৎকার করে বলতে “শিশু মেঘ” “বোন ফেলানী” আমায় ক্ষমা করো আমি ভীরু কাপুষ বড় বেশি আসহায় তোমরা আমায় ক্ষমা করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।