এইতো! বাঙ্গালি মূলতঃ অলস জাতি। শারিরীক ভাবে যতটা অলস তারচে’ বেশি অলস মানসিকভাবে। বাঙ্গালি চিন্তাশীল জাতি নয়, উল্টো চিন্তা-বিদ্বেষী। চিন্তার জগতে দীনতা দেখে আমার প্রায়শই বাঙ্গালি জাতির ভবিষ্যত নিয়ে দুঃচিন্তা হয়। নৃতাত্ত্বিকভাবে সংকর, আবহাওয়া চরমভাবাপন্ন না হওয়া, সহজিয়া জীবনবোধ, অতি-মাত্রায় বিশ্বাসমুখী মনোভাব আমাদের চিন্তার স্নায়ুগুলোকে অলস করে রেখেছে যুগযুগ ধরে।
তবে আজকের যা কিছু অর্জন তা’ আজ পর্যন্ত করা চিন্তা দিয়েই এসেছে। আগামিকালের চিন্তা দিয়ে আজকের অর্জন সম্ভব নয়। তাই বাঙ্গালির মানস রূপের সর্বশেষ রূপ কোনটি তা’ বলা অসম্ভব। আমিও তাই আশাবাদী। আর আমাদের দায়িত্ব হলো সমাজে মুক্ত-চিন্তাকে অবাধ প্রবাহের মধ্যে রাখা, এবং তুচ্ছ বিষয়ে নিজেদের বিভক্ত না করে সেইমত সরকার ও রাষ্ট্র তৈরী করতে সাহায্য করা।
মুক্ত-চিন্তার স্রোতে মৌলিকতার নৌকো নদী-বিধৌত এই দেশে ভিড়লেও ভিড়তে পারে- এই আশাবাদটুকু বাঁচিয়ে রাখা ছাড়া কী আর উপায়! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।