আমাদের কথা খুঁজে নিন

   

গত বর্ষার সুভাষ!

ানা ভাঙ্গা পাখির দল তোমার আর আমার হারিয়ে যাবার সাক্ষী ! আমি তো হারিয়ে যাবো ঠিক ই ।। অজানা অহংকারে , মিছে দাম্ভিকতায় আর অর্থহীন জেদে ! ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই মনে রাখবে ! গত বর্ষার সুভাষ! প্রখর আঁধারিতে আচ্ছন্ন ব্যাস্ত আকাশ টা কান্নাকাটির হল্লা ছুটিয়ে রাত্তিস্নানে মগ্ন রেখেছে বোকা প্রকৃতিকে!! বোকামেয়ের মত ভিজেই চলছে ! এ মায়াকান্না ভালো লাগেনা! ফোঁটায় ফোঁটায় তোমার ছায়া ভালো লাগেনা! চোখজোড়া ভীষণ পুড়াচ্ছে! আকাশ ছিন্ন করা মেঘকণার মাতালতায় মূহুর্তে দৃশ্যপট! একি লজ্জাবতী তোমার ভিজে চুলের চোয়াতে আমার ধ্যানে বিঘ্ন! মেঘকনার হঠাৎ আগমনে চোখজুড়ে থাকা কাজল যেন আবেগাপ্লুত! তোমার বা কানের দুল পেরিয়ে এক ফোঁটা বৃষ্টি ছায়া! ক্রমশ পাল্টে যাচ্ছে দৃশ্যপট! বৃহৎ কচুপাতার সবুজের নিচে তোমার আর আমার আশ্রয়। এ সাঝবেলায় আমি তোমার চুইয়ে পড়া কাজলের প্রেমে পড়েছি! মুগ্ধ আমি তখনো মাতাল! কচুপাতা ফাঁক গলে বৃষ্টি ফোটা যখন আমার ধ্যানে আঘাত করলো তখনই আবিষ্কার করলাম তোমার চোখে একরাশ প্রেম! তোমার চিবুক ঘরিয়ে পড়া জলকণা তার সাক্ষী! আদিম সুখের ছোঁয়া নিয়ে আসা বৃষ্টি ক্লান্ত হয়ে আসছে ক্রমাগত! তারপর দীঘন্ত ছাড়িয়ে বেহুলার চিতকার! তুমি নেই আমার পাশে! কিন্তু দিব্যি আছে ফোটা গুলো! ওরাই তো সাক্ষী আমার, আর তোমার বৃস্টি স্নানের! ভিজা দৃশ্যপটগুলোর! ক্রমশ ক্লান্ত হয়ে আসছে আকাশ টাও! চোখজোড়া এখনো ভীষণ পুড়াচ্ছে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।