আমাদের কথা খুঁজে নিন

   

"আর পারছিনা গুরু, সেই নার্সারী থেকে শুরু!!!" - একটি লুল কোবতে!!!

সত্য কথা মুখের উপর কইতে ভালবাসি, তাই আমি খারাপ! "আর পারছিনা গুরু, সেই নার্সারী থেকে শুরু!!!" ঘাড়টা বেকিয়ে, মাথাটা হেলিয়ে শুরু করে বায়োজিদ; শ্রোতাটি আমি, এসেছি বেড়াতে, সকাল বেলা এই সখার বাড়িতে, ভাঙতে হয়েছে সেজন্য মোর মহাসুখের এক নিঁদ। শুধাই আমি তারে আগ্রহভরে, "ব্যাপার কী, বলো সবিস্তারে। পারনি কী কাটতে এখনও বউয়ের মনের ঘরে সিঁদ?" হতাশ হয়ে মাথা নাড়ে বিশ্বপ্রেমিক বায়োজিদ। । "আর পারছিনা গুরু, সেই নার্সারী থেকে শুরু।

" এভাবেই করে আবার সে তার ছ্যাকার কাহিনী শুরু। "ছেলেবেলায় সয়েছি স্যারের পিট্টি আর যাচ্ছেতাই সব বকুনি, বড় হয়ে বয়েছি প্রেমের গাট্টি আর খেয়েছি গণপিটুনি। তবুও তরুনী দেখলেই মন হয়েছে উড়ু উড়ু। । : বাপের ছিল মোর বদলির চাকরী, ঘুরেছি যে কত জেলা, প্রেমিকা হয়েছে শর্মিলী, আদুরী, ইলা, শিলা, উর্মিলা।

শেষে বনেছি দেসদাস আমি, তারা হয়েছে পারু। । প্রেম করেছি ভিকারুন্নিসা, হলিক্রস, বাড্ডা, উত্তরায়; প্রেমিকা হয়েছে কামরুন্নেসা, ভেসেছে প্রেমের যমুনায়। মাগ্‌না খাইয়েছি ঝালমুড়ি তাদের, মন পাইনি কারু। য়ুনিভার্সিটিগুলো বানিয়েছি আমি প্রেমের বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল হয়েছে প্রেম একাডেমী বুয়েটও এর বাইরে নয়।

আমি দেখিয়েছি ফুল তাদের, তারা দেখিয়েছে ঝাড়ু। । প্রেমিকারা মোর খেয়েছে চাইনীজ, কেউ গিলেছে থাই, কেউ বলেছে, 'ডার্লিং প্লীজ খাওয়াও না চিকেন ফ্রাই!' টাকা ফুরোলেই ভেগেছে তারা বানিয়ে আমায় গরু। । সব ঘাট মেরে ছ্যাকাট্যাকা খেয়ে ঘরে ফিরলুম ভাই, মায়ের দেখা বড় ভালা মেয়ে বিয়া করলাম তাই।

বুক ফুলাইয়া বাসরে ঢুকলাম আমি বাংলার হিরু। । বউরে কইলাম,'প্রিয়ে মোর তুমিই প্রথম', শুনে বউ দেখি হাসে নাচিয়ে ভুরু, আমারে টাশ্‌কি খাইয়ে চরম কয়, ' আমিও আর পারছিনা গুরু! তোমার মত আমারও যে সেই নার্সারী থেকেই শুরু'!!!" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।