আমাদের কথা খুঁজে নিন

   

যার কাছে সব কৃতজ্ঞতা

প্রবল আগেই জ্বালানি দিয়েছে অগ্নির প্রয়োজন/দক্ষিন থেকে এসে গেলে তাই বাকিটা সমর্পন/পড়েছিল শব ভাগ্যে প্রাপ্ত দহনযোগ্য তাপ/ফলকের গায়ে লেখা থাকে যেন পাহাড়প্রমান পাপ! কৃতজ্ঞতা?আকাশ অবধি পুরটাই চিরকাল ধন্যবাদ অপ্রদত্ত গাছাড়া স্বভাবে এখন সমস্ত বর্ণমালা চন্দ্রবিন্দু ব্যাপি সমীপেষু-প্রয়োজন একান্ত জরুরী হয়ে ওঠে তেমন প্রতিভূ বৃক্ষ খুঁজে নিতে চরাচর শেষ হয়ে যাবে শপথের পথ নেই,কথা শুধু ভেঙে ফেলবার অন্য নাম আশ্লেষ-চুম্বন থেকে পরবর্তী প্রেম আরও প্রেম মেষপালকের গান বৃথা নয় জমাট আকার উত্তরাধিকার সূত্রে সুদেমূলে রাজত্ব আমার মাতৃভাষা পিতৃভাষা প্রেমভাষা ভাষার সওয়ারি শিখেছি একাগ্রচিত্তে ভাষাময় ছেদ যতি দাঁড়ি মাঝেমধ্যে জন্মদাতা পিতৃপরিচয় মুছে দিয়ে বাহান্ন তীর্থের মত আশরীর জ্বালিয়েছে বহু শব্দবাজি পরিমাপ অসম্ভব কত ডেসিবেল সেই দানে গর্ভবতি সামান্যের অনুর্বর জমি প্রসবে আনন্দ ছিল সন্তানের মুখে কিছু মিল ধানের শিষের পরে বিন্দুবৎ। তবু ছায়া সুনীল...।সুনীল  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।