আমাদের কথা খুঁজে নিন

   

বস আর রানা প্লাজা

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক। গতকাল বস কে বললাম বস আপনি তো রানা প্লাজায় উদ্ধারে অনেক সাহায্য করতে পারেন ইচ্ছা করলেই...।

বলল কিভাবে??? বললাম টাকা পয়সা দিয়ে ??? বস বলিলেন দেখি চিন্তা করে। আমি বললাম দেখেছেন বস কেমন আমাদের উদ্ধার কারী দল তাদের কাছে স্লাব কাটার ও নাই। । উনি বলিলেন চিন্তার বিষয়...। বললাম কোন ভাবে কি জোগাড় করা যায় না... কিনে হলেও ...।

বস বললেন আমি জানিনা... পাওয়া গেলে তো ভালোই হত!!!! সাত সকালে বসের ফোন... স্পীচ থেরাপিষ্ট সাহেব আপনি কোথায়... আমি ২ টা স্লাব কাটার জোগাড় করেছি। । ওগুলো এখুনি রানা প্লাজায় পাঠানোর ব্যাবস্থা করুন... আপনি সাভারের মানুষ আপনি ভাল বুঝবেন ... বললাম ওকে বস দেখছি...। কিছুক্ষনের ভিতরে ২ জন অভিজ্ঞ অপারেটর আর ১ জন মিস্ত্রী সহ ওগুলো রানা প্লাজায় পৌছে যায়। তারা কাজ করে চলেছে।

। বেশ কয়েকজন কে জীবিত উদ্ধার ও করেছে। । যদিও আমরা তাদের মাস্ক ছাড়া পাঠানই তাদের লাশের গন্ধে কাজ করা কঠিন হয়ে পড়েছে...। তারা যেন আরও ভালভাবে কাজ করতে পারে সে কামনায় করছি...... ......।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।