আমাদের কথা খুঁজে নিন

   

১০০% কমপ্লায়েনস ব্যাতীত সকল ফ্যাক্টরিকে সিল গালা করা হোকa

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি ১০০% কমপ্লায়েনস ব্যাতীত সমস্ত ফ্যাক্টরিকে সিল গালা করা হোক। জানি এতে অনেক ছোট শিল্প উদ্যোক্তারা পথে বসবে। জানি এর ফলে মধ্যবিত্ত শ্রেণী আর স্বল্প পুঁজি নিয়ে ব্যাবসা শুরু করতে পারবে না। জানি এর ফলে অনেকে বেকার হয়ে যাবে। জানি এর ফলে কিছু সময়ের শুন্যতা সৃষ্টি হবে।

জানি এর ফলে আমরা অনেক অর্ডার নিতে পারবো না। আমরা ১০০% কমপ্লায়েনস ব্যাতীত সব গার্মেন্টস সিলগালা করলে হয়ত আমাদের নগদ কিছু ক্ষতি হবে কিন্তু না করলে আমরা চিরতরে গার্মেন্টস শিল্পকে হারাতে পারি। সর্বোপরি কোন অবস্থাতেই আমরা আর গার্মেন্টস কর্মীদের করুন পরিণতি আর দেখতে চাই না। BGMEA ভবন ভাঙ্গা দিয়েই শুরু হোক গার্মেন্টস শুদ্ধি অভিযান। নতুবা সরষেতে ভূত থাকলে কিছুতেই কিছু হবে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।