আমাদের কথা খুঁজে নিন

   

৭ মাস পায়ে হেঁটে হজে গেলেন সেনাদ

৪৭ বৎসর বয়স্ক এক বসনিয়ান মুসলিম হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরবে এসে পৌঁছালেন এই সপ্তাহে । প্রায় ৫,৯০০ কি.মি তার গ্রাম থেকে পায়ে হেঁটে ভ্রমণ করে আসলেন । তার দুর্বার আকাঙ্ক্ষা ছিলো হজ করার কিন্তু অর্থের অভাবে তা বাস্তবায়িত হচ্ছিলো না বললেন সেনাদ হাদযিক । তাই তিনি মনস্থ করলেন পায়ে হেঁটে সৌদি আরবে আসার। তিনি মাত্র ২০০ ইউরো নিয়ে যাত্রা শুরু করেন। ... হজের অনুপ্রেরণা বুকে বেঁধে হাদযিক সুদীর্ঘ পথে প্রথম পা বাড়ালেন উত্তর বসনিয়ার বনাভিচি গ্রাম থেকে ২০১১ সালের ডিসেম্বর মাসে ।দৈনিক ১২ থেকে ২০ মাইল অতিক্রম করে বন্ধুর পথ পাড়ি দিয়েছেন বসনিয়া, সার্বিয়া, বালগেরিয়া, তুরস্ক, সিরিয়া ও জর্ডানের। হাদযিক জানালেন বহু সুহৃদ পরিবারের আতিথেয়তা সহ তিনি রাত কাটিয়েছেন মসজিদ , মাদ্রাসা এবং অন্যান্য নানা স্থানে । "কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কি কখনো ভীত হয় নি দুর্গম পথ অতিক্রম করতে ?" আমি জবাবে বলেছি , " আল্লাহ আমার সাথে আছেন ...আমি কেনো ভয় পাব ?" - এই মানুষটির প্রতি আমাদের সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।