জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
বইয়ের নাম : বাংলা শব্দের উৎস অভিধান
লেখক : ফরহাদ খান
প্রকাশক : প্রতীক প্রকাশনা সংস্থা
মূল্য : ১২০ টাকা
নাম শুনেই বোঝা যাচ্ছে বইটা কেমন ধরনের অভিধান। অনেক পরিচিত শব্দ যেটার অর্থ কেন এমন - তার পেছনের ইতিহাসটা জানা যাবে এই বই থেকে।
এই ইতিহাসগুলো জানা থাকলে শব্দ বা শব্দগুচ্ছের ব্যবহারটা একদম টনটনে হয়ে যায়।
প্রচলিত কোন অভিধানে এত বিস্তারিত শব্দের ইতিহাস পাওয়া যাবে না। কয়েকটা উদাহরণ দেয়া যাক :
আক্কেল গুড়ুম
কিংকর্তব্যবিমূঢ় । জ্ঞান লোপ পাওয়া।
কামান থেকে গোলা যেমন হঠাৎ গুড়ুম শব্দে উড়ে যায়, তেমনি কখনো কখনো অবস্থার বিপাকে মানুষের বুদ্ধি-আক্কেলও মাথা থেকে হঠাৎ উড়ে যায়।
এই অবস্থাটাই আক্কেল গুড়ুম অবস্থা। মানুষের আক্কেল গুড়ুম অবস্থা সদাসর্বদা হয় না। আক্কেল গুড়ুম তখনই হয় - যখন কেউ, বিশেষ কোন কথা শোনার জন্য বা দেখার জন্য একেবারে প্রস্তুত থাকে না।
আততায়ী
হননোদ্যত। আক্রমণকারী।
শত্রু।
আততায়ী শব্দটি সংস্কৃত ভাষার। সংস্কৃত ভাষায় আততায়ীর নির্দিষ্ট পরিচয় চিহ্নিত করা আছে। বাংলায় সেটা নেই। বাংলা ভাষায় আততায়ী শব্দটি কেবল প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণকারী বা আঘাতকারীর পরিচয় হিসেবেই ব্যবহৃত হয়।
কিন্তু সংস্কৃত ভাষার আততায়ী শব্দটি প্রযোজ্য হয় ছয় ধরনের, মতান্তরে সাত ধরনের শত্রুর ক্ষেত্রে। ছয়জন আততায়ী হল - গৃহে অগ্নিদাতা, বিষপ্রয়োগকর্তা, প্রাণহরণকারী, ধনাপহারক, ভূমিদখলকারী এবং স্ত্রী-অপহরণকারী। অনেকে যে সপ্তম জনের উল্লেখ করেন, সেই সপ্তম জন হল রাজা কিংবা ক্ষমতাবানের নিকট অন্যের কুৎসাকারী।
উজবুক
আহাম্মক। মূর্খ।
বোকা। আনাড়ি। অশিক্ষিত।
মধ্যযুগে মুসলমান শাসনামলে বাংলায় উজবেকিস্থান থেকে যে সব ভাড়াটে সৈনিক এসেছিল - তাদেরই নাম ছিল উজবক বা উজবেক এবং এই উজবক বা উজবেকরাই বাঙালিদের কাছে উজবুক হয়ে দাঁড়ায় এবং পরে বাঙালিদের মধ্যেও উজবুক দেখা দিতে থাকে।
এদের দৈহিক শক্তির খ্যাতি ছিল, কিন্তু মানসিক উৎকর্ষের খ্যাতি ছিল না।
সেই থেকে মানসিক উৎকর্ষহীন ব্যক্তি অর্থে বাংলায় উজবুক কথাটি চালু হতে থাকে। এর অর্থ দাড়ায়, দৈহিক শক্তিসর্বস্ব বুদ্ধিহীন ব্যক্তি এবং তা থেকে একেবারে বোকা লোক বা আহাম্মক।
যারা লেখক হতে চান, তাদের শব্দ ভাণ্ডার বাড়াতে বা শব্দের বৈচিত্র্য বাড়াতে এই বইটি সাহায্য করতে পারে।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ ।
পর্ব -০৩ । পর্ব -০৪ । পর্ব - ০৫ । পর্ব -০৬ । পর্ব -০৭ ।
পর্ব -০৮ । পর্ব -০৯ । পর্ব -১০ । পর্ব -১১ । পর্ব -১২ ।
পর্ব-১৪ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।