বিএনপির একজন সংসদ সদস্য, যার নাম আমি গতকালই প্রথম জানলাম এবং আগামীকাল মনে রাখব বলে মনে করি না, তার মুখে এসব শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, আমার লজ্জাবোধ হয়েছে। আমি আসলে এসব নিয়ে কথা বলতেও লজ্জা পাচ্ছি।
প্রথম আলোর খবর -
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জন্ম-পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) জন্ম শিলিগুড়ির চা-বাগানে। তাঁর নানা-নানির নাম কী? জিয়াউর রহমানের জন্ম ভারতে, পড়াশোনা করেছেন পাকিস্তানে।
তাঁর বাবা-মার কবর পাকিস্তানে। দেশের প্রতি তাঁদের দরদ থাকবে কী করে?’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা। বিএনপির নেতা মেজর হাফিজের লেখা বইয়ে আছে, মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বেগম জিয়াকে ভারতে নিয়ে যেতে এসেছিলেন। তিনি যাননি। তিনি ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মেসে ছিলেন' ।
খালেদা জিয়া কি কোলে চড়ে ক্ষমতায় যেতে চায়? ...এ ধরনের অসংখ কুরুচিপুর্ন, অশালীন, লাজ্জাকর বক্তব্যে আপনি লজ্জা পাননি?এর চাইতেও অশালীন ভাষা আমরা প্রতিদিন শুনি, ডজনের ও অধিক ডক্টরেট ডিগ্রী ধারী শেখ হাসিনার মুখে। কোনদিন তো এ ব্যাপারে কথা বলেন নি। আজ হঠাত করে এত লজ্জা লাগে কেন? মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আনিসুল হকদের কলম কোথায় থাকে??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।