সামু পাগল আমি কলেজ ছুটি হওনের পরেই তরে বিচরান শুরু করলাম কিন্তু তর দেহা নাই। আমগো এলাকায় না পায়া আইলাম যাত্রাবাড়ী, তাও তরে খুইজ্জা পাইতাছি না। হালায় আমগো এলাকা তো উন্নতি কি জিনিস দেহে নাইককা, হেল্লেগা তরে যাত্রাবাড়ী আইছি বিচরাইবার কিন্তু তরে তো পাইতাছি ই না।
অই উবুন্টু তুই কুন জাগায় আছছ ক জলদি, একগনটা দইরা বিচরাইতাছি তর দেহা পাই না কেলা???
এক দোকানে গেলাম, যায়া দেহি সিডির ঠেকি লাগায়া রাখসে মাগার আমার উবুন্টু নাইককা। হালার সব সিডি ঘাইটটা সেস কইরা হালাইলাম তাও উবুন্টু পাইলাম না।
দোকানে ডুইক্কা দোকানদাররে পরথমে জিগাইছিলাম, উবুন্টু আছে? দেহি মক্কেলে আমার দিগে চায়া রইছে আমি তো অপ্রস্তুত অয়া গেছিলাম। মক্কেলে আমারে কয় উবুন্টু কি। আমি মনে মনে কই হালায় অয় বেচে সিডি আর অয় বলে উবুন্টু কি জিনিস চিনে না।
আবারো আটতাছি আটতে আটতে আরেক দোকান পাইলাম। ডুকলাম দোকানে, ডুইক্কা কই বাই উবুন্টুর সিডি আছে?--- ভায়ে জিগায়, কোন ভারসন নিবেন?--- আমি কইলাম, ১২.৪ এলটিএস দেন।
--- হেয় কয়, এটা নেই ১০ আছে।
আমি মনে মনে কই ১০ ই বালা পাই, হুনছি ১২ বলে চালাইতে কষ্ট অয় অনেক ঝামেলা। কইলাম--- ১০ ই দেন। --- ভায়ে এইবার কয়, ভাই কালকে আসলে পাবেন। আমি তো হালায় হুইনা চেইতা গেছিগা।
কই আপনে না অহন কইলেন ১০ আছে আবার অহন কন কালকে নিয়েন। কাস্টমার গো লগে ইয়ার্কি মারেন মিয়া চিনেন (আসলেই আমার মাথা গরম অয়া গেছিলগা)
থাউক আর কয়া লাভ নাই, পুরা যাত্রাবাড়ী তন্নতন্ন কইরা হালাইছি হেরপরও পাইলাম না।
অইতে পারে আমার মত অনেকে এইরহম উবুন্টু বিচরায়া কাহিল অয়া অহন বাদ দিছে, কিন্তু এই জিনিসডা সবাইর হাতের কাছে পউছায়া দেওন দরকার। অন্তত যাত্রাবাড়ীতে যদি উবুন্টু পাওন নিশ্চিত করন যায় তাইলে যাত্রাবাড়ীর আশেপাশের মাইনসেরা উবুন্টু বিচরায়া পাইব কোন ঝামেলা ছাড়া। এইরহম যদি আর এলাকায় করন যায় তাইলে সবাইর হাতের কাছে উবুন্টু পউছায়া যাইব।
শুধু উবুন্টু না লিনাক্সের সবগিলি ডিস্ট্রোরই এক অবস্থা খোজ দা সার্চ কইরাও পাওন যায় না। অনেকদিন দইরা বিচরাইতাছি উবুন্টু, কিন্তু না পায়া আজকে স্টপ দিছি। হুনছি উবুন্টুতে বলে কিউবি ইউএসবি মডেম চলে না কিন্তু আমি এই অধম কিনছি অইডাই। যেইসুম কিনছি অইসুমতো জিলানা (windows) চালাইতাম। মাইনকার চিপায় পরছি মনে অয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।