আমাদের কথা খুঁজে নিন

   

আর কতো লাশ দেবে আমায় ?

আর কতো লাশ দেবে আমায় দেবে শুধুই লাশ ? আর কতো কাল ছাড়বো বলো সুদীর্ঘ নিঃশ্বাস ? দেশটা হলে গণ কবর সবচে, লাভ হয় কার ? এমন কপাল এই জনতার নাই কোনো নিস্তার। ঘরে আগুন বাইরে আগুন জ্বলে আগুন মনে- মরার ওপর খাড়ার ঘাঁ-এ কান্দে জনে জনে। নাহি পারি কইতে ব্যথা সইতে নাহি পারি- সাতাশি বার থেমে থেমে চলে জীবন গাড়ি। বেঁচে থেকেও মরে থাকি মরে গিয়েও বাঁচি- মানুষের চেয়ে দামী বোধহয় এই দেশেতে মাছি। দানব পাষান জল্লাদেও ফেলবে চোখের জল - চোখের জলে ধোয় না ব্যথা মিছে ও নিষ্ফল । শুনবো না আর কথার ঝুরি বন্ধো বাকোয়াজ- আর যদি যায় জীবন কারো বিনা মেঘে বাজ- বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো আমরা কি কি পারি ? তখন কিন্তু বলো না ফের এটা বারাবারি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।