যদি আকাশ হারায় তার সকল সৌন্দর্য; নিশীত প্যাঁচা হারায় তার সকল গাম্ভীর্য্য, তখনো হারাবেনা তুমি! নিশুথী যদি কাদে নিশীথে; দুঃখের দিনে যদি কেউ না থাকে সাথে, ঘাবড়িয়োনা কাধ শক্ত করে ধরে থাকব আমি। বন্ধু ওগো বন্ধু , এত দুঃখী কেন তুমি? ঐ দূর আকাশ পথে, চলো দুজনা একসাথে! দুই রঙ্গের এক ঘুড়ি হই' তুমি-আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।