পৃথিবীর বাধা-এই দেহের ব্যাঘাতে/ হৃদয়ে বেদনা জমে;-স্বপনের হাতে/ আমি তাই/ আমারে তুলিয়া দিতে চাই। আগামী ১০ তারিখ চুয়েট এবং ১১ তারিখ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার টিকিট পাচ্ছে না অনেক ভর্তীচ্ছু শিক্ষার্থী। বাস-ট্রেন কোনটারই টিকিট নেই। সরকার কী পারে না ঈদের মত ভর্তি পরীক্ষার সময়টাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে? না পারে পারুক, অন্তত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভিন্ন একটি পরীক্ষা নিলেই পারে। এতে সময়-ঘাম-শ্রম-অর্থ সবই বাঁচে।। কাকে বলব কী? সবাই জী হুজুর জীঁ। অফটপিক: কোন সহৃদয়বান ব্যক্তি ৯ তারিখের ট্রেনের টিকিট পাইলে আমাকে একটু জানাইয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।