আমাদের কথা খুঁজে নিন

   

১টি ই-দর্শন

এইতো! বাঙালি টাকা-পয়সা লেনদেন বিষয়ক ঘটনাকে সন্দেহের চোখে দেখে। তাদের চোখে অর্থহীন নিঃস্ব জীবনই সৎ ও আদর্শ জীবন। অর্থই সকল অনর্থের মূল-এটি আমাদের শৈশবের শিক্ষা। আমাদের শিক্ষায় ও মননে আভিজাত্য, চাকচিক্য, উন্নত বাড়ি, দামি গাড়ি- এগুলোর প্রতি অনাগ্রহকেই আদর্শ মানুষের বৈশিষ্ট বলে ধরে নেয়া হয় । এবং এর বাইরে যারা ভাবেন তাদের পুঁজিবাদ, মিডিয়া প্রভৃতি দ্বারা প্রভাবিত এক ভোগবাদী হালকা মাত্রার লোক হিসেবে আখ্যায়িত করা হয়। নির্বোধ বাঙ্গালির এই দূর্দশা, দারিদ্র, স্বাস্থ্যহীনতা, পোকামাকড়ের জীবন যাপনের পিছনে এই ভাবনাগুলো কম দায়ী নয়। আমরা আজও বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নি। স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা কিংবা নিদেনপক্ষে দেশীয় বাজার ধরে রাখার মত সকল ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান তৈরীও করতে পারিনি। আমরা আরবের দোয়া-দরুদ পড়ে ইন্ডিয়ার গরু কোরবানি দেই, আর মাংস পেটপুরে খেয়ে আরামে ঘুমিয়ে থাকি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।