আমাদের কথা খুঁজে নিন

   

মান ভাঙানোর কোবতে

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. রাগ করেছ? সত্যি তোমার এত্তো অভিমান? নাকি আমায় টানতে কাছে করছো কেবল ভান? ওররে বাবা, আস্তে দিও, লাগছে বড়ো কিল মারো যখন বুঝি তোমার হাতির সাথে মিল। আরে না না, আমি বুঝি বলছি তোমায় মোটা? এমন বলার মতো আমার আছে বুকের পাটা?? জানি আমি তোমার মতো আর একটাও নাই। সামনে থেকে একনম্বর, শেষের থেকেও তাই। কে বলেছে তোমাকে আজ দিচ্ছি আমি তেল? ভাবছো আমি ইন্টার্ভিউ করলাম আবার ফেল? ঘটনা হচ্ছে কি জানো, খুঁজছি আজো আমি চাকরি আমার সোনার হরিণ, সোনার চেয়েও দামী। অফিসপাড়ায় মরছি ঘুরে প্রতিবেলাতেই সাইনবোর্ডটা বলছে কেবল কর্মখালি নেই।

আশায় আশায় শুরু করি নিত্যনতুন বেলা লড়ছি আমি ওনার সাথে ধৈর্যধরার খেলা। দিনের শেষে খুঁজি শুধু তোমার ভালোবাসা ক্রমান্ধকার দিগ্বলয়ে ক্ষীণ একটু আশা। যতই তুমি মুখ করো ভার আমার আছো, জানি। ওগো আমার পেয়ারীবিবি, হাসো একটুখানি? তোমার জন্যে করতে পারি নিজেকেই কুরবান যতই ঠাট্টা করি আমার প্রেমে নেইকো ভান। একটু হেসে, তারপর নয় ঝাড়ি দিও বেশী।

একবার শুধু বল্লে হবে “তোমায় ভালোবাসি”। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।