আমাদের কথা খুঁজে নিন

   

নির্মলেন্দু গুণের 'তোমার চোখ এতো লাল কেন' অবলম্বনে "তোমার পেটটা এত ফুলেছে কেন "

▌││ │▌▌▌▌ ││▌||▌▌||▌▌® 19881712066021718891198 আমি বলছি না পেট খালি রাখতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য খানিক ডালভাত রান্না করুক, শুধু জিভের স্বাদটা পাল্টে দেবার জন্য । গরু আর ছাগলের মাংস খেতে খেতে আমি এখন ক্লান্ত । আমি বলছি না পেট খালি রাখতেই হবে , আমি চাই কেউ আমাকে শাক-ভাত খেতে দিক । আমি হাতে স্প্রাইট নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি, এই কোরবানী ঈদের যুগ অনেককে আটকে রেখেছে বাথরুমের ভালবাসার জালে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার স্যলাইন লাগবে কি না, এন্টাসিড লাগবে কি না, বদনার সঙ্গে আরও একটা পানি ভরা বালতি লাগবে কি না ।

কাজ সেরে সাবান দিয়ে হাত আমি নিজেই ধুতে পারি । আমি বলছি না পেট খালি রাখতেই হবে , আমি চাই কেউ একজন । আমাকে একটু হাজমোলা কিংবা দই খেতে দিক । কেউ আমাকে কিছু না খেতে বলুক । ভূরিভোজের সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : 'তোমার পেটটা এত ফুলেছে কেন ?' মূল কবিতা: তোমার চোখ এতো লাল কেন --নির্মলেন্দু গুণ আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।

বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত । আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না, আমি জানি, এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে । আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না । এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক । কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?' বিদ্রঃ নিছক মজার উদ্দেশ্যে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।