আমাদের কথা খুঁজে নিন

   

কবি সব ফকিন্নির পুত

জন্ম থেকেই জ্বলছি কবি সব ফকিন্নির পুত আন্ধার গলির ভূত দেখতে খারাপ আর শুনতে অদ্ভুত শব্দজীবি ব্যর্থ চাষা কবিরা কি জানে কাকে বলে ভালোবাসা কবিরা জানেনা আশা করেনা প্রত্যাশা কবিরা হতাশা কবিরা করেনি প্রেম কবিরা বুঝেনা যে কি নারী এমনই ভীষণ আনাড়ি যতটুকু আমি জানি কবিরা ইতর প্রাণী কবিরা জানেনা কান্না হাসির বিভেদ কবি মানে রজঃস্রাব,পুঁজ,রক্ত,ক্লেদ কবি তো বিচ্ছিন্ন দ্বীপ শেখেনি সে কাছে আসা কি যে বস্তু নারী আর তার ভালোবাসা এসব শেখায়নি তারে কেউ কবিরা মুহূর্তজীবি পুকুরের ঢেউ কবিরা অসভ্য প্রাণী জানায়না কেউ শুভাশিস কবি মানে ফুলের কলঙ্ক কবি সব ধুতুরার বিষ অন্য কোন কিছু নয় কবি এক অসুখের নাম মৃত্যু যার পরিণাম কবি মানে স্বল্প পরমায়ু নিঃশ্বাসে নিঃশ্বাসে তার বিষযুক্ত বায়ু কবির ঈশ্বর নেই কবির বিশ্বাস নেই কবি মানে অভিশপ্ত অমানুষ বেশি হলে নিকৃষ্ট পুরুষ কবি মানে বেমানান কবি মানে অপমান অনাদর প্রস্থান অসহায় কষ্টের প্রানিজ মলিন কিছু ভুল হৃদয়ের ঋণ কিছু মিথ্যা রুচিহীন কিছু কথা অন্যান্য ব্যর্থতা ঘোলাটে মগজে যে কি অস্পষ্টতা তার ব্যাখ্যা কেউ কি জেনেছে আঘাত পাবার যোগ্য আঘাত হেনেছে এইসব অপরাধী কবিদের বন্দী করা হোক শোনো শোনো পৃথিবীর শুভবাদী লোক কবিদের গণহারে মৃত্যুদণ্ড হোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।