আমাদের কথা খুঁজে নিন

   

'৭১ - কারার ঐ লৌহকপাট

Never lose hope...., Never Stop Expedition.... সাম্রাজ্যবাদ, নিপীড়ন, বৈষম্য, সাম্প্রদায়িকতা, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ঐ লৌহকপাট গানটি মূলত বাঙালি তথা ভারতবাসীদের ব্রিটিশবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধকরণের নিমিত্তে রচিত হয়েছিলো। আমাদের স্বাধীনতা যুদ্ধেও এটি প্রেরণাদায়ক হিসেবে কাজ করে। ''জাগো''র পর পরিচালক খিজির হায়াত খান ''কারার ঐ লৌহকপাট'' নামে একটি নতুন চলচ্চিত্র বিনির্মাণ করতে যাচ্ছেন। এখানে এমন এক যুদ্ধাপরাধীকে তুলে ধরা হয়েছে, যে কিনা সংসদ সদস্য ও বড় মাপের নেতা। এ প্রজন্মের কিছু ছেলেমেয়ে একটি ব্যান্ড দল গড়ে তোলে।

তারা স্বাধীন বাংলা বেতারের গানগুলো নিয়ে গবেষণা করে। একসময় ওই সংসদ সদস্যের আসল চেহারা উন্মোচিত হয় এবং সব ছেলেমেয়ে এক হয়ে ওই যুদ্ধাপরাধীর বিচার করে। কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে! ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

নাচে ওই কালবোশাখী, কাটাবী কাল বসে কি দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি লাথি মার ভাঙ্গরে তালা, যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা, ফেল উপাড়ি। । মুক্তিযুদ্ধ। আমাদের অনেকের স্মৃতিতে ধূসর হয়ে যাওয়া সেই সোনালী অতীত। আমার দুর্ভাগ্য যে আমি '৭১ এ ছিলাম না।

কিন্তু '৭১ এর প্রতিটি মুহূর্তের ইতিহাস আমাকে প্রেরণা দেয়। মলিন এই "সোনার" বাংলায় নতুন করে জেগে ওঠার সাহস যোগায়। এই পোস্টটি আমি নিয়মিত আপডেট করবো....... তথ্যসমূহ ইন্টারনেট থেকে সংগৃহীত। এক সাগর রক্তের বিনিময়ে ও আলোর পথযাত্রী  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।