আমাদের কথা খুঁজে নিন

   

আর কত লাশ দেখতে হবে হতভাগা এ জাতির চলার পথে

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... একের পর এক দূর্ঘটনা এবং জাতির কয়েকটি মর্মাহত দিন আমাদের প্রায় সহ্য হয়ে গেছে । পত্রিকার গরম খবর, স্যাটালাইট চ্যানেলগুলোর নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত জীবন এ আমাদের জীবনের একটি অংশ আজকের বাংলাদেশে । সাভারের রানা প্লাজা ধসে পড়ায় এখন পর্যন্ত দু;শতের অধিক নিহত। যাদের প্রতি শত সালাম আরও যে মৃত্যু বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই । আমরা এমন এক হতভাগা জাতি আমাদের ইপেজেড থাকা সত্বেও রাজধানী সিটিতে এবং এর আশে পাশে যে কত গার্মেন্টস্ পরিচালিত তা দেখারও কেউ নেই ! এছাড়া এই শিল্পটি কিভাবে রাজধানীর যত্র তত্র এমনকি আবাসিক এলাকাগুলোতে অবস্হিত ।

এ কথাগুলো কোন অংশে গার্মেণ্টস শিল্প কে হেয় করার জন্য নয়। তবে এ শিল্পটি যে পরিমান বিদেশী অর্থ উপার্জন করে তার বিপরীতে এ দেশ তাদেরকে উপযুক্ত স্হান থেকে সকল সুবিধা প্রদান করার প্রয়োজনীয়তা রয়েছে তবে তা কোনদিন এ দেশে বাস্তবায়ন হবে কি না সন্দেহাতীত । আমাদের গার্মেন্টস শিল্পটি নির্দিষ্ট ষ্হানে ইপিজেডের ভেতরে সুন্দর গরিবেশে গড়ে উঠুক আর একটি বিষয় যেসব গার্েন্টস ইপিজেড এর বাইরে অবস্থিত সেসব প্রতিষ্ঠান রুলস এন্ড কম্প্লাইনস এর ধার ধরে না । কম বেতন ছাড়াও অনেক ধরনে সুবিধা পরিবশে এর প্রয়োজন অনুভব করেন না । এদের সংখ্যাই বেশী যারা আনাচে কানাচে গড়ে উঠে ।

আমাদের সরকার ব্যবস্হায় রাজনৈতকি দল ৫ বছরের জন্য সরকার পরিচালনা করে জনগনের রায়ে । তো প্রজাতন্ত্রের পরিচালক হিসাবে জনগন সরকার কে দেশ পরিচালনা, উন্নয়ন ও প্রজাতন্ত্রের সম্পদ রক্ষনাবেক্ষন এর দায়িত্ব দেয়, তো প্রজাতন্ত্রকে জনগন কি কোনদিন এ দূর্ঘটনার জন্য দায়ী করে ব্যবস্থা নিতে পারবে ? কি বিচার করতে পারবে ? তো এই সব প্রজাতন্ত্র জাতীয় ব্যবস্হা আসলে শাসকদের জন্য তৈরী জনগনের জন্য নয় । তাইতো হয়তো এরকম ক্রমান্নয়ে দেখে যেতে হবে জনগনের নিরব হয়ে যাওয়া এরকম লাশের বহর । আর সুবিধাবাদীরা রাজনীতির নগ্নতার আড়ালে সম্পদ অর্জন করে যাবে । রাজনীতির আবর্তে সামনে অবস্হিত মানুষটির নীতিহীনতার এক অন্ধকার জগত জাতির চলার পথ বারবার মর্মাহত হচ্ছে ।

কোথায় ছিলাম, কোথায় আছি আর কোথায় যাচ্ছি এটা যেমন সত্য তেমনি এটাও বলতে পারি কোথায় থাকার কথা ? কোনদিন কি সরকার ভেবে দেখেছে ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।