সন্ধ্যার একটু আগে আগে বাসস্ট্যান্ড পৌঁছলাম ঢাকা ফিরব বলে। এসে তো পড়লাম মহা মুসিবতে...। দুনিয়ার সব মানুষ যেন আজকেই ঢাকায় আসছে। কাউন্টার বাসের সব টিকিট বুকড। বাইরের বাসগুলোর ভাড়া দ্বিগুণ।
পকেটের সর্বসাকুল্যের
তুলনায়ও তা অনেক বেশি। আজ যে করেই হোক আসতেই হবে। কাল ভার্সিটি খোলা + মনসুর স্যারের এসাইনমেন্ট জমা দিতে হবে। । ভার্সিটি খোলার দিনই কেউ এসাইনমেন্টের ডেট দেয়!!!
কি আর করা!! আল্লার নাম নিয়ে উঠে পড়লাম ।
।
.....হুম, একদম বাসের ছাদে। ।
ধুলাবালির ‘পরম ছোঁয়ায়’ গোসল করতে করতে, ‘সালামে’র গান শুনতে শুনতে, প্রকৃতির ‘নৈসর্গিক’ দৃশ্য দেখতে দেখতে শেষ পর্যন্ত চলেই তো এলাম..। ।
এলাম বলাটা কম হয়ে যায়, বলছি ‘আসতে পারলাম’। ।
রাস্তা তো কমই ছিল, কেবল একশ’ বিশ কিলো। আমার দেখা ‘ভয়াবহতম’ যানজটে এ জার্নিটাকে অবশ্যই লং জার্নিতে রূপদান করতে হলো!!!
টিভিতে খবর দেখা কিংবা পত্রিকায় পড়ার চাইতে বাস্তব অভিজ্ঞতা যে কতটা মর্মান্তিক হতে পারে তা হাড়ে হাড়ে উপলব্ধি করলাম আজ। ।
জয়তু কোরবানীর ঈদ, জয়তু এসাইনমেন্ট। । ।
(ছবিটা সংগ্রহ করা..) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।