এখনই, নয়তো কখনই নয়...।
এক সময়ের খুব প্রচলিত এই জিওমেট্রি বক্সটি (BOFA A5004, Shanghai, China) কে কে ব্যবহার করেছেন?
কি? মনে পড়ে?
ছোটবেলায় বড় ভাই বোনদের কাছে দেখতাম আর মনে মনে বলতাম ইসসস্..... কবে এরকম আমার একটা হবে।
এখনও খুব স্পষ্ট মনে পড়ে যে এই বক্সটার ভেতরে সাদা কাগজের ফ্রেমে আটকানো থাকতো ইরেজার আর অন্যান্য ইন্সট্রুমেন্টগুলো। সাথে থাকতো কোন কাল্পনিক মহাকাশ যানের ছবি সংবলিত একটা কার্ড, অনেকটা বিজনেস কার্ডের মতো। সব বক্সেই কার্ডটা থাকতো তবে একই রকম হতো না।
একেক বক্সে একেক রকম। এই বিষয়টাও ছিল এর অন্যতম একটা আকর্ষন। যাই হোক একটা সময়ে সেটটা যখন হাতে এলো তখন রাতের ঘুম হারাম আর কি। বালিশের পাশে রেখে ঘুমাই, দিনের পর দিন। ভালো কথা, সাদা কাগজের ফ্রেমের কথা বলেছিলাম না---তো সেই ফ্রেমের নিচে আমি আরো একটা সাদা কাগজ নিখুঁতভাবে কেটে বসিয়ে দিতাম; পাছে পেন্সিলের শিষের গুড়োয় বক্সের ভেতরটা নোংরা হয়ে যায়।
আহা কি মায়া। এই মায়ার বিন্দুমাত্রও যদি জিওমেট্রির প্রতি থাকতো....... ঠিক যতটুকু মায়া ঐ ইন্সট্রুমেন্ট সেটটির প্রতি ঠিক ততটুকুই বিদ্বেষ জিওমেট্রির প্রতি। ফলাফলটা হলো এইরকম যে এক পর্যায়ে কাটা কম্পাসের স্ক্র খুলে কাটাযুক্ত ঠ্যাংগুলো আলাদা করে ফেললাম। তারপর ওগুলো নিয়ে রুমের কাঠের দরজাটার সামনে দাড়ালাম। অচিরেই কম্পাসের কাটাগুলো রূপান্তরিত হলো ডার্টে আর কাঠের দরজাটা ডার্টবোর্ডে।
তারপরও ঐ ইনস্ট্রুমেন্ট সেটটা এখন খুব মিস করি, খুউউউউব..........
আর এই সেটটা কি কেউ চিনতে পারছেন? চাইনিজটার চেয়ে এই তাইওয়ানিজটা আরো উন্নতমানের ছিল। এটা কিন্তু আমি নষ্ট করিনি। অনেকদিন ব্যবহার করেছিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।