আমাদের কথা খুঁজে নিন

   

নতুন লেখকদের অবশ্য পাঠ্য বই - ১০

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়। সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।

বইয়ের নাম : সাহিত্য কোষ লেখক : কবীর চৌধুরী প্রকাশক : শিল্পতরু প্রকাশনী মূল্য : ৮০ টাকা (এখন সম্ভবত দাম বাড়তে পারে) এটা মূলত গ্লসারি অব লিটারারি টার্মস। ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে লেখা। কিন্তু সাহিত্য তো সাহিত্যই। যারা সাহিত্য চর্চা করতে চান, তাদের অবশ্য পাঠ্য এই বই। কবীর চৌধুরী এই বইয়ের প্রথম সংস্করণের ভূমিকায় বলেছেন, ‘সাহিত্যকোষ নাম দিলেও গ্রন্থটি প্রকৃতপক্ষে কোন এনসাইক্লোপেডিয়া তথা জ্ঞানকোষ নয়।

এটি সাহিত্য সম্পর্কিত শব্দাবলীর একটি সংগ্রহমালা, অর্থাৎ লিটারারি টার্মস-এর গ্লসারি। তবে শব্দ, পদ বা তত্ত্বের এক বাক্যের সংক্ষিপ্ত সংজ্ঞা, এবং পরিচয় প্রদানের পরিবর্তে ব্যাখ্যামূলক নাতিদীর্ঘ নিবন্ধ আকারে গ্রন্থটি রচিত হয়েছে এবং সে কারণেই সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থার পরামর্শে এর নাম দেয়া হল সাহিত্যকোষ। ’ এই বইটি পড়লে সাহিত্যের অনেক বিষয়ই জানা যাবে। সংগ্রহে রাখার মতো একটা বই। চলবে...... পর্ব -০১ ।

পর্ব -০২ । পর্ব -০৩ । পর্ব -০৪ । পর্ব - ০৫ । পর্ব -০৬ ।

পর্ব -০৭ । পর্ব -০৮ । পর্ব -০৯ । পর্ব -১১ । নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ : বাংলা বানান শেখার বই পর্ব -১ ।

পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।