আমাদের কথা খুঁজে নিন

   

"চামড়া শিল্প" রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্বঃ সরকারের চামড়া রপ্তানিকে না বলুন ।

“চামড়া ব্যাবসায় ও ব্যাবসায়ি” । শুনতে তেমন একটা গুরত্তপুরন না হলেও এই খাত থেকে বাংলাদেশ কঠিন ডলার রিজার্ভের দিনগুলিতেও আয় করে চলছে লক্ষ লক্ষ ডলার। বাংলাদেশের অর্থনীতিতে, রপ্তানিতে এবং জিডিপিতে বিশাল একটি অবদান রেখে চলছে এই শিল্প । যাক আসল আলোচনায় আসি শুক্রবার দিনে সবাই ব্যাস্ত সময় কাটাই । সরকার উদ্যোগ নিয়েছে কাচা চামড়া সরাসরি বিদেশে রপ্তানি করবে ।

বর্তমানে আমরা এই ভাবে কাচামাল হিসেবে চামড়া রপ্তানি করি না যেটা করি সেটা হল চামড়াজাত পণ্য যেমন জুতা,ব্যাগ,সিট কাভার ইত্যাদি রপ্তানি করি যা ওই কাচামাল রপ্তানি থেকে কয়েকগুন অধিক লাভজনক। তবে এখানে আসলে টাকার অংকে লাভ ক্ষতিটাই মুখ্য নয়। এখানে যেই বিষয়টি মুখ্য সেটি হল কয়েক লাখ মানুষের কর্মসংস্থান । দোকানের ক্ষুদ্র ব্যাবসায়ি থেকে শুরু করে পাইকার ,শ্রমিক,উৎপাদনকারী,চামড়া ব্যাবসায়ি এবং এই চামড়া শিল্পের সাথে জড়িত সকলেই ক্ষতিগ্রস্থ হবে । সাথে সাথে কমবে কর্মের সংস্থান ।

বারাক ওবামা কিন্তু যখন জিএম মটরসকে টেনে তুললেন অতল গহবর থেকে তখন তিনি কিন্তু শুধু চিন্তা করেননি যে কত ডলারের লাভ হবে বা ক্ষতি হবে তার চিন্তা ছিল ওই কোম্পানির সাথে কত মানুষের জীবিকা জড়িত । আজ ওইরকম এক অবস্থানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আজ তিনি রাষ্ট্রের কিছু সামান্য লাভের জন্য যদি নিজের দেশের জন্য একটি সামগ্রিক বিশাল ক্ষতি ডেকে আনেন তাহলেতো কিছুই বলার নেই । তবে আমরা জানি তিনি এই সব বিষয়ে সবসময়ই গনমানুষের কথা চিন্তা করেছেন এবং সেই বিচারে তিনি তার সিদ্ধান্ত দিয়েছেন । তবে সরকার যদি তার এই পরিকল্পনা থেকে না সরে আসে তবে সেই ক্ষেত্রে আমাদেরকে থাকতে হবে সজাগ এবং সরব ।

কেননা এই দেশ আমার আপনার এই দেশের ভাল মন্দ দেখার সবচেয়ে বড় গুরুদায়িত্বটি আমাদের উপরই সুতরাং সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ পাশে থাকব চামড়া ব্যাবসায়িদের । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।