আমি সাধারনত লিখালিখি করিনা , কিন্তু আজ আর বসে থাকতে পারলাম না একটু লিখলাম সবাই পড়বেন। আশারাখি কেউ আশাহত করবেন না। টিভিতে প্রচারিত খবর সামাজিক আন্দোলনের সহযোদ্ধা ভাইদের আনন্দ যখন বিষাদে পরিণত হয় তখন একজন মানুষ হিসাবে আমরাও কোনভাবেই ভালো থাকতে পারিনা । কক্সবাজারে মর্মান্তিক দূর্ঘটনায় আমাদের এক ভাই (আমার বন্ধু) আমজাদ না ফেরার দেশে চলে গেলেন । আর আরেক ভাই (আমার বন্ধু) লিয়ন ঢাকা হাসপাতালের আইসিইউ তে অসহায় ভাবে শুয়ে আছেন । বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের অনার্স ২য় বর্ষের মেধাবী ছাত্র লিয়ন একজন শ্রমজীবি বাবার সন্তান । এই বাবার জন্য আদরের সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা কোনভাবেই সম্ভব নয় । আমরা কি আমাদের সকল মানবিকতা নিয়ে লিয়নের পাশে দাড়াতে পারিনা ? আমাদের অল্প অল্প সহযোগিতাই লিয়নকে আবার সুস্হ করে তুলতে পারে । পরিচিত - অপরিচিত সকল শুভাকাঙ্খিদের কাছে লিয়নের জন্য মানবিক সহযোগিতার প্রার্থণা করছি । প্রয়োজনে যোগাযোগ : মুন্না -০১৬১৪৫০৩৫৯২ , মামুন ০১৯১১৭৪৮৪৩৫ ইস্তিয়াক ০১৯১১৫১৪২০৫ (পোস্ট টা শেয়ার করার অনুরোধ রইলো )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।