মনের ইচ্ছা থাকলেই সবকিছু হয়না, এর জন্য পরিবেশও লাগে। আপনার মনের ইচ্ছার সাথে যদি পরিবেশের মিল না থাকে, তবে সেই ইচ্ছা টিকিয়ে রাখা যথেষ্ঠই কঠিন। ধরুন আপনি পাঁচ ওয়াক্ত নামাজী হতে চান কিন্তু আপনার রুমমেটরা পশ্চিমা সংস্কৃতিমনা। এক্ষেত্রে প্রথমেই আপনাকে এমন রুমমেট খুঁজে নিতে হবে যাদের সহচর্যে থাকলে নামাজ মিস হওয়ার সুযোগ কম থাকে। দ্বিতীয়ত আপনাকে সেইসব সঙ্গ পরিহার করতে হবে (প্রথমদিকে কষ্টই হবে) যাদের সহচর্যে আপনার মন পার্থিব মোহের প্রতি আকৃষ্ট হয়।
নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ আমাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য। এটি শুধু নৈতিকতা কিংবা চারিত্রিকতার দিক থেকে নয়, বরং জীবনের প্রতিটি স্তরে এর প্রভাব বিরাজমান। দেখবেন যে মানুষটি আদর্শ মুসলিম হবার আশায় সকালবেলা ফেসবুকে খুঁজে খুঁজে ইসলামিক পেজগুলোতে লাইক দিলেন, তিনিই কিন্তু আবার রাত্রিবেলায় প্রেম, ভালবাসা কিংবা এডাল্ট পেজগুলোর স্ট্যাটাস গভীর মনযোগে পড়েন। এটি শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমাদের দুর্বল ইচ্ছাকে ব্যবহার করে শয়তান এমনটি করতে বাধ্য করে।
একারনে আমাদের প্রথম কাজ হবে শয়তানদের সঙ্গ ত্যাগ করা।
আল্লাহ বলেন-
"হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু"।
[আল বাক্বারা:২০৮]
চলবে.... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।