আমাদের কথা খুঁজে নিন

   

ভূত(Ghost )

প্রবাসী অনেকে ভূত বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। আমিও ভূত বিশ্বাস করতাম না। কিন্তু কাল রাতে যা স্বচক্ষে দেখলাম তারপর ভুত নেই তা বলি কি করে? এখনই ভুতে অবিশ্বাসীরা আমার উপর চড়াও হবেন , কি কি ভূত দেখেছেন, কোথায় দেখেছেন , ঠিক ঠিক দেখেছেন তো ইত্যাদি বলে আমার কলার চেপে ধরবেন? একটু সবুর করুন। আমি সব কিছু প্রমানপত্র, দলিল দস্তাবেদ, সাথে করে নিয়ে এসেছি । সুতরাং ভূতে অবিশ্বাসীরা আমার সাথে লেগে খুব সুবিধা করতে পারবেন বলে মনে হয় না ।

যারা ভূতে বিশ্বাস করেন না তারা ছোটবেলায় ভুতের ভয় যে পাননি তা কিন্তু কেউ হলফ করে বলতে পারেন না। গতরাত ছিল মেঘাচ্ছন্ন। এ শহরের উপর ঘুর্নিঝড় “স্যান্ডি” র প্রভাব তখনও চলছিল। সেই সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃস্টি পড়ছিল তা সন্ধ্যাবেলাতেও থামার কোন লক্ষন ছিল না । গোপন সুত্রে খবর পেয়েছিলাম যে রাতে ভুতেরা বিভিন্ন যায়গায় হানা দেবে।

অতঃপর সিদ্ধান্ত নিলাম ভূত আছে কি নেই তা হাতে নাতে প্রমান করার এই মোক্ষম সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না। সুতরাং রাত ৮ টার দিকে ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লাম, সৌভাগ্যক্রমে যদি দু একটা ভূতের দেখা পেয়ে যাই ছবি তুলে নিয়ে আসব যাতে কেউ বলতে না পারে যে ভূত বলে কিছু নেই। যে ভুত গুলোর ছবি তুলতে পেরেছিলাম তারা হল- ১) পাতাল রেল স্টেশান থেকে বেরিয়ে দেখা প্রথম ভুত - ২) রোবোট ভুত- ৩) ভূতের ভাঁড়ার ঘর। ঘাড় মটকানো মানুষদের হাড্ডিগুড্ডী এখানেই জমা করে রাখে ভুতেরা। ৪) মোটর দূর্ঘটনায় অক্কা পাওয়া মানুষদের ভূত।

৫) ঘাড় মটকাতে উদ্যত ভাল্লুক এবং শেয়াল ভুত ৬) ভূতদের বাড়ী। ভূতে অবিশ্বাসীদের সতর্ক করে বাড়ীর দেওয়ালে ঘাড় মটকানো মানুষদের খুলি লটকিয়ে রেখেছে ভূতেরা। ৭) হাড় মাংশ চিবিয়ে খাওয়া ভুত। ৮) মামদো ভূত। ৯) ভূত পেত্নীর দল- ১০) নাম না জানা ভুত- ১১) মুটকী ভূত ১২) ব্যাটম্যান ভূত ১৩) জাপানীজ গেইশা ভূত- ১৪) অচেনা ভূত।

১৫) সাইবেরিয়ার ভূত। ১৬) ভাইকিং জলদস্যু ভুত ১৭) স্ক্যান্ডিনেভিয়ান ভূত। । ১৮) পেত্নী ১৯) অচেনা ভূত। ২০) আলাদ্বিনের ভুত- সাথে তার আশ্চর্য্য প্রদীপ।

২১) দুর্ঘটনায় আহত ভুতকে হুইলচেয়ারে হাস্পাতালে বয়ে নিয়ে যাচ্ছে অপর আহত ভূত। ২২) ডাক্তার ভুত- ২৩) ঘাড় মটকাতে উদ্যত ভূত । ২৪) জাপানীজ পেত্নীকে সাথে নিয়ে দক্ষিন আফ্রিকার জুলু ভুত- ২৫) রোবোকপ ভূত- বিঃদ্রঃ- আরো কিছু ভূতের দেখা পেয়েছিলাম সময়ের অভাবে তাদের ছবি দিতে পারলাম না,চিনতে পারি নি বেশ কিছু ভুতকে। ইদানিং টোরোন্টো শহরে ভুতের উৎপাত বেড়েছে। কেউ যদি ভাল কোন ওঝার সন্ধান দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে।

ওহো বলতে ভুলে গেছিলাম যে কাল ছিল ভুতোৎসব "হ্যালোউইন"। হ্যালোউইন এখানে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।