আমাদের কথা খুঁজে নিন

   

২টি অণু-দর্শন

এইতো! ১ আমেরিকায় হ্যারিকেন স্যান্ডি আঘাত হানায় দু’ধরনের লোক বেজায় খুশি। প্রথমত যারা ফটোশপকৃত ছবিতে কুদরতির মহিমা খুঁজে পায় তারা ভাবছে ‘পাপের ফল’ হিসাবে, দ্বিতীয়ত সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ঘৃণাকারী ব্যর্থ বিপ্লবীরা ভাবছে ‘শোষিতের অভিশাপ’ হিসাবে। ‘শুধুমাত্র মানুষ’ এই পরিচয়ে সাধারনের ভোগান্তি নিয়ে ভাবার সময় তাদের কই? আদতে নির্বোধ, দূর্বল ও ব্যর্থরাই অলৌকিক বিচারকের কাছে বেশি তদবির করে থাকেন। ২ আলোর চেয়ে অন্ধকার বেশি শক্তিশালী। মনের কোনায় যদি এক কণা পরিমাণ অন্ধকারও থাকে তবে তা’ আপনাকে নিয়ে যেতে পারে মহা অন্ধকার প্রকোষ্ঠে; আপনাকে করতে পারে চির-অন্ধ, বধির ও বোবা। তাই ‘আলোকিত মানুষ’ হওয়ার পাশাপাশি ‘অন্ধকারমুক্ত মানুষ’ হওয়ার প্রচেষ্টাতেও আমাদের থাকা উচিৎ। অনেক অন্ধকারই আছে যা আলো দিয়ে দূর করা যায় না, তাদের ঘাড়ে ধরে ঝেটিয়ে বিদায় করতে হয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।